চিনের দাদাগিরি শেষ করবেন গৌতম আদানি! করছেন বড় চুক্তি, দামামা বাজবে ভারতের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন থেকে শুরু করে গাড়ি সহ বিভিন্ন ধরণের ইলেকট্রনিক গ্যাজেটে ব্যবহৃত অ্যাডভান্সড চিপসেট তৈরিতে অনেকটাই এগিয়ে রয়েছে পড়শি দেশ চিন (China)। যদিও, চিপ তৈরির প্রতিযোগিতায় এখন ক্রমশ এগিয়ে চলেছে ভারতও (India)। এমতাবস্থায়, এবার একটি বড় বিষয় সামনে এসেছে।

মূলত, এবার চিনের দাপটের অবসান ঘটাতে মাঠে নামছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি। শুধু তাই নয়, ইতিমধ্যেই আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গৌতম আদানি গত সোমবার জানিয়েছেন যে, তিনি চিপ প্রস্তুতকারক সংস্থা Qualcomm-এর CEO ক্রিস্টিয়ানো আমনের সাথে দেখা করেছেন। এছাড়াও, সেমিকন্ডাক্টর, AI, মোবিলিটির পাশাপাশি এজ অ্যাপ্লায়েন্সসহ একাধিক সেক্টর সম্পর্কে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

লাভবান হবে দেশীয় কোম্পানিগুলি: এদিকে, সামগ্রিক বিষয়ের পরিপ্রেক্ষিতে অনুমান করা হচ্ছে যে, আদানি চিপসেট এবং AI সেক্টরে প্রচুর বিনিয়োগ করতে পারেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত সরকার লোকাল চিপসেট ম্যানুফ্যাকচারিং এবং AI-এর ক্ষেত্রে যথেষ্ট মনোনিবেশ করছে। মোদী সরকার চায়, এই নতুন উদীয়মান সেক্টর যেন বিদেশি কোম্পানির দখলে না যায়। এজন্য ভারত সরকার দেশীয় কোম্পানিগুলিকে চিপসেট এবং AI সেক্টরে বিনিয়োগ করতে ক্রমশ উৎসাহিত করছে।

আরও পড়ুন: এখন কথা বলেই ঝটপট বুক করুন ট্রেনের টিকিট! দুর্দান্ত পরিষেবা শুরু IRCTC-র, মিলবে একগুচ্ছ সুবিধা

২০ হাজার নতুন কর্মসংস্থান হবে: এদিকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে, গৌতম আদানি জানিয়েছেন যে, Qualcomm-এর CEO এবং নেতৃত্বের সাথে তাঁর বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে। উল্লেখ্য যে, ভারত ইতিমধ্যেই ১৫.১৪ বিলিয়ন ডলারের ৩ টি নতুন সেমিকন্ডাক্টর প্রকল্প শুরু করেছে। এর মধ্যে টাটা গ্রুপের দু’টি প্রকল্প রয়েছে।

আরও পড়ুন: Agni-V মিসাইলের আওতায় গোটা চীন! ভারতীয় দূতাবাসের ট্যুইটে ঘুম উড়ল বেজিংয়ের

এদিকে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পগুলির অনুমোদন দিয়েছে। যার মাধ্যমে টেকনোলজি সেক্টরে ২০,০০০ অ্যাডভান্সড কর্মসংস্থান সৃষ্টি হবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও ৬০,০০০ ইন-ডাইরেক্ট কর্মসংস্থান সৃষ্টি হবে। জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সপ্তাহেই ১০,৩৭১.৯২ কোটি টাকার বাজেট সহ ইন্ডিয়া AI মিশনের অনুমোদন করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর