প্রতিরক্ষা খাতে এবার শুধুই আদানির দাপট! “শিকার” করবেন একের পর এক কোম্পানি, রেডি ২.৫ বিলিয়ন ডলার

   

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) সংস্থা আদানি ডিফেন্স তার টেকনোলজিক্যাল ক্যাপেবিলিটি বাড়াতে চায়। শুধু তাই নয়, এখন কোম্পানিটি মনুষ্যবিহীন অর্থাৎ আন ম্যানড সিস্টেম, স্মল আর্ম, ক্ষেপণাস্ত্র এবং দেশীয় আর্টিলারি বন্দুক ইত্যাদির কাজে নামতে চায়। এমতাবস্থায়, আদানি গ্রুপ প্রতিরক্ষা খাতে বড় কোম্পানি কিনতে ২.৫ বিলিয়ন ডলারের একটি ওয়ার চেস্ট তৈরি করেছে। পাশাপাশি, আদানি গ্রুপ আগামী দুই-তিন বছরে প্রতিরক্ষা সংস্থাগুলি কেনার জন্য বড় প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গিয়েছে।

ড্রোন টেক কোম্পানির ওপর নজর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আদানি গ্রুপের আদানি ডিফেন্স কোম্পানি একাধিক ড্রোন টেক কোম্পানিকে টার্গেট করেছে। বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের এই ড্রোন কোম্পানিগুলি আদানি ডিফেন্সের নেটওয়ার্কে যোগ দিতে পারে। এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ড্রোন টেক সংস্থাগুলির ক্ষেত্রে, আগামী কয়েক মাসের মধ্যে একটি বড় চুক্তি সম্পন্ন হতে পারে।

Gautam Adani is showing power in India's defense sector.

সংযুক্ত আরব আমিরশাহীর এজ গ্রুপের সাথে চুক্তি: এদিকে, আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস সংযুক্ত আরব আমিরশাহীর এজ গ্রুপের সাথে একটি কোলাবরেশন এগ্রিমেন্ট করেছে। মূলত ডিফেন্স এবং সিকিউরিটির বিষয়ে এই চুক্তি করা হয়েছে। এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র ও অস্ত্র নিয়ে কাজ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারিতে বড় বিনিয়োগের তথ্য জানিয়েছিল আদানি ডিফেন্স।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার সেমিফাইনালে পৌঁছনো ক্রমশ হচ্ছে কঠিন! এবার বৃষ্টিই হবে আসল “ভিলেন”?

এদিকে, আগামী ১০ বছরে এই খাতে বড় বিনিয়োগ করতে চলেছে কোম্পানিটি। এই চুক্তির উদ্দেশ্য হল উভয় কোম্পানির প্রতিরক্ষা এবং মহাকাশ ক্ষমতা লাভের মাধ্যমে প্রতিরক্ষা পণ্যগুলির জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা। এর পাশাপাশি তাদের নিজ নিজ পণ্য পোর্টফোলিওগুলিকে একত্র করা এবং বিশ্বব্যাপী ও স্থানীয় গ্রাহকদের চাহিদা মেটানোর দিকেও নজর রয়েছে তাদের।

আরও পড়ুন: BCCI-ও রাখছে ভরসা! গৌতম গম্ভীর কোচ হলে ভোল পাল্টাবে টিম ইন্ডিয়ার, হবে এই ৫ টি লাভ

কানপুরে ৫০০ একরের অ্যামিউনেশন পার্ক: জানিয়ে রাখি যে, গত ফেব্রুয়ারিতে এই সংস্থা কানপুরে ৩,০০০ কোটি টাকার একটি অ্যামিউনেশন ফ্যাক্টরি লঞ্চ করেছিল। যেটি প্রায় ৫০০ একর জুড়ে বিস্তৃত। ওই ফ্যাসিলিটিতে ছোট, মাঝারি এবং বড় ক্যালিবারের অ্যামিউনেশন (গোলাবারুদ) তৈরি করা হবে। যা নিরাপত্তা বাহিনী ব্যবহার করে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি, আদানি গ্রুপ একটি প্রতিরক্ষা কাউন্টার ড্রোন সিস্টেম তৈরিরও প্রস্তুতি নিচ্ছে। যা প্রতিরক্ষা খাতে ব্যবহৃত হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি গ্রুপ এখন উন্নত প্রযুক্তির সন্ধান করছে এবং অধিগ্রহণের মাধ্যমে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে চায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর