বাংলাহান্ট ডেস্ক: দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি গৌতম আদানি (Gautam Adani) অনেক সময়েই বিভিন্ন কারণে শিরোনামে থাকেন। এক পক্ষ তাঁকে কটাক্ষ করে নরেন্দ্র মোদী-ঘনিষ্ঠ বলে আখ্যা দেয়। সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মন্তব্য করেন, প্রধানমন্ত্রী দু’জন ব্যবসায়ীকে খুশি করে চলেন। কোন দু’জন ব্যবসায়ীর দিকে ইঙ্গিত করলেন রাহুল, তা বলার অপেক্ষা রাখে না।
এ বার সমালোচকদের কটাক্ষের জবাবে বিস্ফোরক শোনাল আদানি গ্রুপের চেয়ারম্যানকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আদানি বলেন, “মোদী একজন গুজরাটি, সঙ্গে আমিও। এই কারনেই তাঁদের নামে কুৎসা ছড়ানোর চেষ্টা করে নিন্দুকরা।” একইসঙ্গে নরেন্দ্র মোদীর প্রশংসাও করেছেন আদানি।
যদিও গৌতম আদানির দাবি, মোদীর আমলে নয়, ভারতের বাজারে গতি নব্বইয়ের দশকেই এসেছে। তাই সেখান থেকেও তিনি লাভ করেছেন। কংগ্রেস নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর কথাও উল্লেখ করেন আদানি। বলেন, “ফিরে তাকালে রাহুল গান্ধীর কথা বলতেই হয়। শিল্পে উদারীকরণের ভিত গড়ার কাজ তাঁর আমলেই শুরু হয়।”
আদানি আরও যোগ করেন, “উদারীকরণের ফলে রফতানি বাণিজ্যে আমার মতো ব্যবসায়ীর ব্যাপক সুবিধা হয়েছিল। এরপর ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নরসিমা রাও ও অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের উদারীকরণের ব্যাপারে সকলেই জানেন। এর ফলেও আমার লাভ হয়।” গুজরাটে মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের আমলও তাঁকে সুবিধা দিয়েছে বলে জানান এই ধনকুবের। তাঁর আমলেই মুন্দ্রায় প্রথম বন্দর তৈরি করে আদানি গ্রুপ।
গুজরাটে মোদীর শাসনের শুরুর কথাও আনেন আদানি গ্রুপের চেয়ারম্যান। মোদী সেখানে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন বলে জানান তিনি। রাজ্যের অর্থনৈতিক প্রেক্ষাপটে বদল আনার পাশাপাশি পিছিয়ে পড়া এলাকাগুলিরও উন্নয়ন করেন। শিল্প, কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক কাজ করেন মোদী। আদানির মতে, ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশজুড়েও একই কাজ করছেন নরেন্দ্র মোদী।
কিন্তু নিন্দুকরা যে অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদীর থেকে বিশেষ সুবিধা পান তিনি, তা অস্বীকার করেন আদানি। এ বিষয়ে তিনি জানান, এই অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও ভিত্তিহীন। আদানি তোপ দাগেন, এভাবে আদানি গ্রুপের সাফল্যকে ছোট করার চেষ্টা করছে এক দল মানুষ। তিনি সাফ জানান, তাঁর পেশাগত সাফল্য কোনও একজন নেতার কারণে নয়। গত তিন দসকে একাধিক নেতা ও সরকাররের সঠিক নীতির কারণে। যদিও নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনি যথেষ্ট মুগ্ধ বলে জানিয়েছেন আদানি।