রকেটের গতিতে সম্পদ বাড়িয়ে ধনীদের তালিকায় এগিয়ে গেলেন আদানি, কপাল পুড়ল আম্বানির

বাংলা হান্ট ডেস্ক: দিনকয়েক আগেই পতনের সম্মুখীন হলেও শেয়ার বাজারে (Share Market) ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে আদানি গ্রুপের (Adani Group) কোম্পানিগুলির শেয়ার। যার পরিপ্রেক্ষিতে ওই গ্রুপের মালিক তথা ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) মোট সম্পদের পরিমাণ লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় এগিয়ে গিয়েছেন।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত সোমবার গৌতম আদানির মোট সম্পদ ১৯৮ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১,৬৫৩ কোটি টাকা বেড়েছে। যার ফলে সামগ্রিকভাবে তাঁর মোট সম্পদের পরিমাণ ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চলতি বছরে এখনও পর্যন্ত গৌতম আদানির মোট সম্পদ ২২.৮ বিলিয়ন ডলার বেড়েছে। এদিকে, মোট সম্পদের এই বৃদ্ধির ওপর ভর করে গৌতম আদানি বিশ্বের ১৩ তম ধনী ব্যক্তি হয়ে উঠেছেন।  ওই তালিকায় তাঁর আগে অর্থাৎ দ্বাদশ স্থানে রয়েছেন মিশেল ডেল। তাঁর মোট সম্পদের পরিমাণও হল ১০৭ বিলিয়ন ডলার।

Gautam Adani moved forward in the list of billionaire.

মুকেশ আম্বানির মোট সম্পদে পতন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানির মোট সম্পদে পতন পরিলক্ষিত হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, আম্বানির মোট সম্পদ ১৬২ মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১,৩৪৪ কোটি টাকা কমেছে। এর ফলে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ কমে ১১২ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এই বছর এখনও পর্যন্ত মুকেশ আম্বানির মোট সম্পদ ১৫.৭ বিলিয়ন ডলার বেড়েছে। এদিকে, বর্তমানে তিনি বিশ্বের ১১ তম ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।

আরও পড়ুন: জুনে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক, লিস্ট জারি করল RBI, বিপদে পড়ার আগেই জানুন তারিখ

আদানি গ্রুপের শেয়ারের অবস্থা: জানিয়ে রাখি যে, আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ার মঙ্গলবার সকালে ০.০৭ শতাংশ বৃদ্ধির সাথে ৩,২২০ টাকায় ট্রেড করতে দেখা গেছে। আদানি পোর্টসের শেয়ারও ০.৭৭ শতাংশ বেড়ে ১,৩৯৩ টাকায় ট্রেড হতে দেখা গেছে। এদিকে, আদানি পাওয়ারের শেয়ার ০.৭৬ শতাংশ কমে ৭৬৪ টাকায় ট্রেড হয়।

আরও পড়ুন: লোকাল ট্রেনের চেয়েও অবস্থা খারাপ! টিকিট ছাড়াই বন্দে ভারতে বিপুল যাত্রী, ভিডিও ভাইরাল হতেই….

এদিকে, আদানি এনার্জির শেয়ার ০.৩৯ শতাংশ কমেছে এবং ওই শেয়ার ১,০২২ টাকায় ট্রেড করতে দেখা গেছে। পাশাপাশি, আদানি গ্রিনের শেয়ার ০.৯৭ শতাংশ কমে ১,৮৬৯ টাকায় ট্রেড করে। এছাড়াও আদানি টোটালের শেয়ার ১.১১ শতাংশ কমে ৯৫৯ টাকায় ট্রেড হতে দেখা গেছে। এদিকে, আদানি উইলমারের শেয়ার ০.১২ শতাংশ কমে ৩৪৫ টাকায় ট্রেড হয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর