বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে গৌতম আদানি (Gautam Adani) রাজ করছেন সারা পৃথিবীতে। ২০২২ সালের পর ২০২৩ সালেও তাঁর রাজত্ব আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতিতে “ল অব অ্যাভারেজ” বলে একটি শব্দ আছে। এর মাধ্যমে ভারসাম্য রক্ষিত হয় সর্বোচ্চ সফলতা শীর্ষ ও সর্বনিম্ন ব্যর্থতার মাপকাঠির গড় হিসেবের। আদানির জীবনে অন্তত এই “ল অব অ্যাভারেজ” খাটে না।
বিশ্লেষকদের মতে, টেসলা কর্ণধার এলন মাস্ককে (Elon Musk) হটিয়ে খুব শিগগির বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হতে চলেছেন গৌতম আদানি। ইতিমধ্যেই ফোর্বসের (Forbes) তালিকায় গত বছর মুকেশ আম্বানিকে সরিয়ে ভারতের সবথেকে অর্থবান ব্যক্তি হয়েছিলেন গৌতম। সেই সময় সারা পৃথিবীতে তিনি ছিলেন তিন নম্বরে। এই তালিকায় প্রথম জায়গায় ছিলেন ইউরোপের ধনকুবের বার্নার্ড আর্নলট ও তারপরেই ছিলেন এলন মাস্ক।
তবে মনে করা হচ্ছে আর কয়েক সপ্তাহের মধ্যেই এলন মাস্ককে সরিয়ে এই তালিকায় দ্বিতীয় জায়গা দখল করবেন আদানি। ব্লুমবার্গ বিলিওনিয়ারের ইনডেক্স অনুযায়ী, এই মুহূর্তে ১২১ বিলিয়ন ডলারের মালিক গৌতম আদানি। অন্যদিকে, এলন মাস্কের বর্তমান সম্পত্তির পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার। গত বছর যেখানে মাস্ক খুইয়েছেন ১৩৩ বিলিয়ন ডলার, সেখানে ৪৪ বিলিয়ন ডলার লাভ করেছেন আদানি।
এই সোজা হিসাব থেকে বিশ্লেষকরা মনে করছেন, এরকম ভাবে যদি মাস্কের সম্পত্তি হ্রাস পায় তাহলে আর কিছু সময়ের মধ্যে আদানি হবেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, মাস্ক যদি এই হারে তাঁর সম্পত্তি হারাতে থাকেন তাহলে আর মাত্র ৫ সপ্তাহ বা ৩৫ দিনের মধ্যেই আদানির মাথায় উঠবে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির মুকুট।