হিন্ডেনবার্গ কাঁটা সরিয়ে বাড়ছে সম্পদ, ধনকুবেরদের তালিকায় বড় লাফ আদানির! হাসিল করলেন এই স্থান

বাংলাহান্ট ডেস্ক : সম্পত্তির নিরিখে পিছিয়ে পড়েছেন মুকেশ আম্বানি থেকে। শুধু তাই নয়, নামও কাটা গিয়েছে বিশ্বের সেরা কুড়িয়ে ধন কুবেরের তালিকা থেকে। কিন্তু এবার ময়দানে ফিরছেন আদানি। রিলায়েন্স কর্তাকে টেক্কা দিতে না পারলেও ফের প্রথম কুড়িতে প্রবেশ করেছেন গৌতম আদানি। ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্স’ অনুসারে তার স্থান ১৯ নম্বরে।

লাভের মুখ দেখল আদানি: 

সূত্রের খবর, বেশ কিছুদিন আগে থেকেই লাভের মুখ দেখতে শুরু করেছেন গৌতম আদানি। ১০টি সংস্থাই সম্প্রতি দুর্দান্ত প্রফিট আনছে। সব মিলিয়ে ১ লাখ কোটি টাকারও বেশি বেড়ে গিয়েছে তাদের বাজার মূলধন। ফলে গৌতম আদানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ দৈনিক ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫০ হাজার কোটি টাকা বেড়েছে!

আরোও পড়ুন : এক, দুই নয়! বন্ধ করা হচ্ছে ৭০ লাখ SIM কার্ড! আপনারটা চালু থাকবে তো ?

আদানির বর্তমান অবস্থা :

জানা গিয়েছে, ২৮ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুসারে, তা বলছে আদানি গোষ্ঠীর সম্পূর্ণ বাজার মূলধনের পরিমাণ ১১ লক্ষ ৩১ হাজার ৯৬ কোটি টাকা। তথ্য বলছে, একলাফে ১.০৪ লক্ষ কোটি টাকা বেড়েছে গত শুক্রবার থেকে! যদিও গত ২৪ জানুয়ারিতে তা যেখানে পৌঁছেছিল (১৯.১৯ লক্ষ কোটি টাকা), তার থেকে ৪১ শতাংশ কম।

Gautam Adani's wealth increased at a huge rate in one day

চর্চার কেন্দ্রবিন্দুতে আদানি: 

প্রসঙ্গত উল্লেখ্য, নিউ ইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর কার্যত ধস নেমেছিল আদানিদের (Gautam Adani) শেয়ারে। তবে ধনকুবের গৌতম যে সেই পরিস্থিতিকে সামলে উঠতে পেরেছেন তা বলাই বাহুল্য। বর্তমানে আম্বানিরা এগিয়ে থাকলেও হঠাৎ করেই আদানির এই ঝড়ের বেগে উত্থান নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে সংশ্লিষ্ট মহলে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর