ANIL এর সাহায্য নিয়ে এবার মুকেশ আম্বানিকে বড়সড় টেক্কা দিতে চলেছেন গৌতম আদানি

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম বিজনেস টাইকুন গৌতম আদানির (Gautam Adani) নেতৃত্বাধীন আদানি গ্রূপ এবার “আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড” (ANIL) নামে একটি নতুন সহায়ক সংস্থা গঠন করেছে। এই ইউনিটটি বায়ু টারবাইন, সোলার মডিউল, গ্রিন হাইড্রোজেন প্রকল্পের পাশাপাশি কম কার্বন নিঃসরণ করবে এমন ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে কাজ করবে।

অর্থাৎ, নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে এই সংস্থা বিরাট ভূমিকা পালন করবে। এই প্রসঙ্গে গৌতম আদানি গত বছরের নভেম্বরে বলেছিলেন যে, তাঁর গ্রুপ পরবর্তী দশকে নবীকরণযোগ্য শক্তির খাতে ৭০ বিলিয়ন ডলারের বিপুল বিনিয়োগ করবে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের স্টক এক্সচেঞ্জকে দেওয়া তথ্যে অনুযায়ী, সংস্থাটি এই কারণে ইতিমধ্যেই একটি সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা “ANIL” গঠন করেছে।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, “ANIL” স্বল্প-কার্বন নিঃস্বরণকারী জ্বালানী এবং রাসায়নিকের সংশ্লেষণের বিকাশ ও পরিচালনার দিক থেকে তাদের কাজ শুরু করবে। পাশাপাশি, কোম্পানিটি নিম্ন-কার্বন বিদ্যুৎ উৎপাদন এবং গ্রিন হাইড্রোজেন উৎপাদন সহ অন্যান্য প্রকল্পগুলির জন্য বায়ু টারবাইনের মতো মূল উপাদানও তৈরি করবে।

এছাড়াও, সংস্থাটি সোলার মডিউল, ব্যাটারি, ইলেক্ট্রোলাইজার, সহযোগী আপস্ট্রিম উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক শিল্প এবং এর সাথে সম্পর্কিত সমস্ত ক্রিয়াকলাপ পরিচালনা করবে বলেও জানা গিয়েছে।

mukesh and goutam

ইতিমধ্যেই সংস্থাটি এই নিয়ে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা করেছে। আদানি গ্রিন এনার্জি লিমিটেড (AGEL), বিশ্বের বৃহত্তম সৌর শক্তি উৎপাদনকারী সংস্থা ২০৩০ সালের মধ্যে ৪৫ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতার লক্ষ্য নির্ধারণ করেছে। এখানে ২০২২-২৩ সালের মধ্যে প্রতি বছর ২ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।

এদিকে, ইতিমধ্যেই ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani) তিন বছরের মধ্যে ক্লিন পাওয়ার এবং হাইড্রোজেন জ্বালানি উৎপাদনে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা করেছেন। নতুন করে গৌতম আদানি এই একই ক্ষেত্রে বিনিয়োগের ঘোষণা করে একপ্রকার কড়া টক্কর দিলেন আম্বানিকে!


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর