করোনাকালে দিল্লিতে রমরমিয়ে চলছে গম্ভীরের স্বপ্নের ১ টাকার ক্যান্টিন

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে চলছে করোনা অতিমারি। আর এই করোনা আতিমারিতে কাজ হারিয়েছেন লক্ষ্য লক্ষ্য মানুষ। করোনা অতিমারিতে সবথেকে বেশি অসুবিধার মধ্যে পড়তে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। একদিকে তারা কাজ হারিয়েছেন অপরদিকে তারা যেতে পারছেন না নিজেদের বাড়ি। তাই রাস্তাঘাটেই তাদেরকে দিন কাটাতে হচ্ছে।

আর এই সমস্ত গরিব খেটে খাওয়া মানুষদের দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড় করার জন্য গৌতম গম্ভীর চালু করেন এক টাকার ক্যান্টিন। এখানে মাত্র এক টাকা দিয়ে পেট ভরে খাওয়ার ব্যবস্থা করা হয় এই সকল মানুষদের জন্য। বর্তমানে এই ক্যান্টিন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

1600x960 198398 pic 7 2

দিল্লিতে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের দুঃখ-দুর্দশা দেখার পর সেখানকার স্থানীয় সাংসদ তথা প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর প্রথমে গান্ধীনগরে “জন রসোই” নামে একটি ক্যান্টিন চালু করেন 1 টাকার ক্যান্টিন। সেই ক্যান্টিনের জনপ্রিয় দেখার পর অশোকনগরে আরও একটি ক্যান্টিন চালু করেন গম্ভীর। এই ক্যান্টিন গুলিতে মাত্র 1 টাকায় মিলছে ভরপেট খাবার। গম্ভীর জানিয়েছেন, ” জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ এই ক্যান্টিনে খাবার পাবেন।” এই ক্যান্টিন গুলিতে সমস্ত রকম করোনা প্রটোকল মেনেই চলছে খাবার খাওয়ানোর ব্যবস্থা।

Udayan Biswas

সম্পর্কিত খবর