কপাল পুড়ল গম্ভীরের! জালিয়াতির অভিযোগে তদন্তের নির্দেশ আদালতের, ঠিক কি ঘটেছে?

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। এমনিতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। এমনকি, হোয়াইট ওয়াশের হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছে ভারতের টিম। ঠিক এই আবহেই আরও একটি বিপর্যয়ের সম্মুখীন হলেন গম্ভীর। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট ক্রেতাদের ওপর প্রতারণার অভিযোগ ছিল। যে বিষয়টি থেকে তিনি ইতিমধ্যে মুক্তও হয়েছিলেন। কিন্তু, গত ২৯ অক্টোবর দিল্লির আদালত তাঁর এই মুক্তির আদেশ খারিজ করে দেয়। শুধু তাই নয়, এই মামলায় গম্ভীরের ভূমিকাও তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ:

ঠিক কি ঘটেছে: PTI-এর রিপোর্ট অনুসারে, ফ্ল্যাট ক্রেতারা রিয়েল এস্টেট সংস্থা রুদ্র বিল্ডওয়েল রিয়েলটি প্রাইভেট লিমিটেড, এইচআর ইনফ্রাসিটি প্রাইভেট লিমিটেড, ইউএম আর্কিটেকচার অ্যান্ড কন্ট্রাক্টরস লিমিটেড এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন। এই সমস্ত সংস্থার জয়েন্ট ভেঞ্চারের ডাইরেক্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গম্ভীর। এমতাবস্থায়, এই মামলার শুনানি করার সময়ে স্পেশাল জজ বিশাল গোগানে দেখেন যে গম্ভীরই একমাত্র অভিযুক্ত যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বিনিয়োগকারীদের সাথে সরাসরি যোগাযোগ করেছিলেন।

Gautam Gambhir accused of cheating.

এছাড়াও, প্রতারণার পরিমাণের কোনও অংশ গম্ভীরের (Gautam Gambhir) হাতে এসেছে কি না তা চার্জশিটে পরিষ্কার করা হয়নি। এরপরও তাঁকে এই মামলা থেকে মুক্ত করে দেওয়া হয়।এই কারণেই তিনি নিম্ন আদালতের আগের সিদ্ধান্ত বাতিল করে টিম ইন্ডিয়ার হেড কোচকে ফের অভিযুক্ত করেন। তিনি তাঁর সিদ্ধান্তে বলেছেন যে, নিম্ন আদালতের সিদ্ধান্তে রুদ্র বিল্ডওয়েল রিয়েলটি প্রাইভেট লিমিটেডকে ৬ কোটি টাকা দেওয়ার এবং সংস্থা থেকে ৪.৮৫ কোটি টাকা পাওয়ার কোনও উল্লেখ ছিল না।

আরও পড়ুন: জল্পনাই হল সত্যি! অধিনায়কসহ ৩ অভিজ্ঞ খেলোয়াড়কে বিদায় জানাবে KKR, প্রকাশ্যে বড় আপডেট

আদালত আরও দেখেছে যে, গম্ভীরের (Gautam Gambhir) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁর ভূমিকার বাইরেও ওই সংস্থার সাথে আর্থিক লেনদেন ছিল। আদালতের মতে, গম্ভীর ২০১১ সালের ২৯ জুন থেকে ২০১৩ সালের ১ অক্টোবর পর্যন্ত অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন। অর্থাৎ যখন তিনি একজন আধিকারিক হিসেবে কোম্পানির সাথে যুক্ত ছিলেন, তখন এই ঘটনাটি ঘটেছিল। এছাড়াও, ২০১৩ সালের ১ অক্টোবর ওই পদ থেকে পদত্যাগ করার পরও কিছু লেনদেন হয়েছিল। তাই, এটি তদন্ত করা প্রয়োজন।

আরও পড়ুন: লাদাখে পিছু হটল চিনের সেনা! দীপাবলিতে করানো হবে মিষ্টিমুখ, এখন কেমন পরিস্থিতি সীমান্তের?

রোহিত ও গম্ভীরের মধ্যে বিবাদ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে গৌতম গম্ভীর (Gautam Gambhir) টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে নিশানায় রয়েছেন। এরই মধ্যে এক চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। একটি নিউজ চ্যানেলের রিপোর্টে বলা হয়েছে, আগামী ১ নভেম্বর থেকে মুম্বাইতে শুরু হতে চলা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচের আগে রোহিত ও গম্ভীরের মধ্যে বিবাদ তৈরি হয়েছে। দলে সিদ্ধান্ত নেওয়া এবং খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে উভয়ের মধ্যে মতপার্থক্য রয়েছে বলেও জানা গিয়েছে। শুধু তাই নয়, কয়েক দফায় দু’জনের মধ্যে তুমুল বিবাদ হয়েছে বলেও দাবি করা হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর