লেজেন্ডস লিগ ক্রিকেটে মুখোমুখি দুই চিরশত্রু! আফ্রিদিকে চূড়ান্ত অপমান করলেন গম্ভীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনি বর্তমানে দেশের শাসকদলের একটি গুরুত্বপূর্ণ অংশ। সময় অসময়ে বিভিন্ন কারণে পাকিস্তানকে (Pakistan) নিয়ে নানান রকম কড়াবক্তব্য রেখেছেন বিভিন্ন সময়ে এহেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) যখন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার ও অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi) মুখোমুখি হবেন, তখন নিজের পুরনো বক্তব্য গুলির জন্য কিছুটা হলেও অস্বস্তিতে থাকবেন ভারতীয় ওপেনার, এমনটা আশ্চর্যের কিছু নয়। কাল লেজেন্ডস ক্রিকেট লিগে (Legends League Cricket) দেখা গেল এমনই চিত্র।

লেজেন্ডস ক্রিকেট লিগে ভারতের অবসর নেওয়া তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া দল হলো ‘ইন্ডিয়া মহারাজাস’। অপরদিকে এশিয়ার বাকি দলগুলি অর্থাৎ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের অবসর নেওয়া তারকাদের নিয়ে গড়া দল হলো এশিয়ান লায়ন্স। প্রথম দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন গম্ভীর। দ্বিতীয় দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন শাহিদ আফ্রিদি।

বিভিন্ন সময়ে বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের একাধিকত্ব বিস্তারের চেষ্টা নিয়ে নানান বিতর্কিত বক্তব্য রেখেছেন প্রাক্তন পাক অধিনায়ক। কিন্তু কাল টসের সময় তাকে দেখে বিন্দুমাত্র অস্বস্তিতে আছেন বলে মনে হয়নি। হাসিমুখে তিনি করমর্দনের জন্য গম্ভীরের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেন। গম্ভীরও হাত বাড়িয়ে দিয়েছিলেন বটে কিন্তু প্রাক্তন পাক অলরাউন্ডারের চোখে চোখ রাখেননি তিনি।

এরপর ম্যাচ চলাকালীনও দুজনকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে যা নিয়ে নানান ব্যাখ্যা পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে। গম্ভীর ব্যাটিং করার সময় আব্দুল রজ্জাকের একটি বল স্কুপ করতে যান, কিন্তু বলটি ব্যাটের কানায় লেগে গম্ভীরের হেলমেটে এসে লেগে অন্যদিকে গড়িয়ে যায়। এরপর আফ্রিদি এগিয়ে এসে গম্ভীরকে কিছু জিজ্ঞাসা করেন, যার জবাবে গম্ভীর মাথা নেড়ে ‘না’ জানান। অনেকে দাবি করছে না আফ্রিদি গম্ভীর এর হেলমেটে বল লাগায় তার কিছু অসুবিধা হচ্ছে কিনা খোঁজ নিতে গিয়েছিলেন। আবার অনেকে এটাও মনে করছেন যে তিনি গম্ভীরকে জিজ্ঞাসা করতে গিয়েছিলেন যে বল তার প্যাডে আগে লেগেছে কিনা এবং সেক্ষেত্রে তিনি রিভিউ ব্যবহার করবেন এলবিডব্লিউ চাইতে। কোন দাবিটি সত্যি সেটা আপাতত জানার উপায় নেই।

কিন্তু ম্যাচে জয় পেয়েছে আফ্রিদির এশিয়ার লায়ন্স। প্রথমে ব্যাট করে অশোক দিন্দা এবং স্টুয়ার্ট বিনির ভালো বোলিং সত্ত্বেও শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার উপল থেরঙ্গা (৪০) এবং প্রাক্তন পাক তারকা মিসবাহ উল হকের (৭৩) ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ১৬৫ রান তুলেছিল আফ্রিদির দল। রাত তাড়া করতে নেমে গম্ভীরের অর্ধশতরান (৫৪) সত্ত্বেও ১৬১ রানের বেশি তুলতে পারেনি ইন্ডিয়া মহারাজাস

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর