সেঞ্চুরির জন্য ব্যাটিং করা কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গম্ভীরের! শুনলে চমকে উঠবেন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। তা ঠিক ১২ বছর পর ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে (2023 ODI World Cup) আবারও অসাধারণ ছন্দে দেখা যাচ্ছে ভারতীয় দলকে। তবে রোহিত শর্মার দল শুধুমাত্র লিগ পর্বেই যদি গর্জে উঠে থেমে যায়, তাহলে সেটা চলবে না। নকআউট ম্যাচেও তাদেরকে নিজেদের এই পারফরম্যান্স এবং চাপ সামলানোর ক্ষমতা ধরে রাখতে হবে। এইরকম পর্বের জন্য সেবার ধোনির হাতে ছিল গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) মত অভিজ্ঞ তারকারা। বিরাট কোহলি (Virat Kohli) কি রোহিতের হাতের সেই অস্ত্রটা হয়ে উঠতে পারবেন?

এখনো অবধি তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাকিস্তান ম্যাচ বাদে বিশ্বকাপের বাকি চার ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন কোহলি। অস্ট্রেলিয়া ম্যাচে শুধুমাত্র একবার ভাগ্যের সাহায্য পেয়েছিলেন। তারপর থেকে যেন তাকে থামানোই যাচ্ছে না আর। তার ভক্তরা ভালোবেসে তাকে চেজ মাস্টার নামে ডাকে। সেই নামকরণ যে যথার্থ সেটা বারবার প্রমাণ করছেন বিরাট।

   

kohli pav

এবার ২০১১ বিশ্বকাপ ফাইনালের নায়ক গৌতম গম্ভীর তাকে নিয়ে মুখ খুলেছেন। বেশ কিছু ক্ষেত্রে বিরাট কোহলির বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে অতীতে। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই কোহলিকে নিজের যথার্থ সম্মানটা দিয়ে আসছিলেন গৌতম গম্ভীর। এদিনও তার মন্তব্যে সেই সম্মানটাই চোখে পড়েছে।

আরও পড়ুন: ম্যাচ চলাকালীন তুমুল ঝগড়া হয় রোহিত ও কোহলির! ভাইরাল ভিডিওটি শুনলে চমকে উঠবেন

গৌতম গম্ভীর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় জানিয়ে দিয়েছেন যে বিরাট কোহলিই হলেন বিশ্বের শ্রেষ্ঠ ফিনিশার। শুধুমাত্র ৫ থেকে ৭ নম্বরে নামলেই যে একজন ফিনিশার হতে পারবে এমন কোনও কথা নেই। রান তাড়া করার সময় যে শেষ অবধি মাঠে থেকে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে, সেই একজন যোগ্য ফিনিশার, আর বিরাট কোহলি সেই কাজটা দক্ষতার সাথে করে যাচ্ছেন বলে মনে করেন গম্ভীর।

আরও পড়ুন: ভারতের স্টেডিয়ামে বসে বলা যাবে না পাকিস্তান জিন্দাবাদ! এক পাক ভক্তকে নাকাল করলো পুলিশ, ভাইরাল ভিডিও

বিরাট কোহলি নিজের শেষ ১৩ টি ওডিআই ইনিংসের মধ্যে ৯ টি-তেই ৫০ রানের গণ্ডি পেরিয়েছেন। এর থেকেই আন্দাজ করা যায় ঠিক কতটা ভালো ছন্দে রয়েছেন তিনি। গতকাল প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি আয়োজিত সীমিত ওভারের টুর্নামেন্টগুলিতে ৩০০০ রানের গণ্ডি টপকানোর মাইলফলক ছুঁয়েছেন বিরাট। মাত্র পাঁচশনের জন্য শতরান হাতছাড়া করলেও চলতে বিশ্বকাপ এই তিনি সচিনের ৪৯ শতরানের রেকর্ড ছুঁয়ে বা ভেঙে ফেলতে পারবেন এমনটা অনেকেই বিশ্বাস করেন। সেই সঙ্গে সনৎ জয়সূর্যের আন্তর্জাতিক ওডিআই রানসংখ্যা (১৩,৪৩০) টপকে গিয়েছেন বিরাট। এইমুহূর্তে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ওডিআই রানসংখ্যা ১৩,৪৩৭।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর