ধোনির প্রশংসা করতে গিয়ে কোহলিকে অপমান! গম্ভীরের শুভেচ্ছাবার্তা নিয়ে বাড়ছে জল্পনা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে (GT) হারিয়ে আইপিএল (IPL 2023) ফাইনালে জয় পেয়েছে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni), চেন্নাই সুপার কিংস (CSK)। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে ধোনি এবং তার সৈনিকদের জন্য। আরও একবার আইপিএল জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি সবচেয়ে বেশি আইপিএল ট্রফি জয়ের নজির তাদের নামের সাথে যুক্ত হয়ে গেল।

এই নিয়ে যারা ধোনি এবং তার দলকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন বর্তমানে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকা পালন করা গৌতম গম্ভীর। চলতি আইপিএলে তার দল ভালো পারফরম্যান্স করেছিল। টপ ফোরে পৌঁছলেও এলিমিনেটর থেকে বিদায় নেয় গম্ভীরের দল। যদিও নিজে জিততে না পারলেও বিজয়ীদের অভিনন্দন জানাতে ভুল করেননি, প্রাক্তন ভারতীয় ওপেনার।

গৌতম গম্ভীর নিজের যে বক্তব্য রেখেছেন তা দেখে কয়েকজনের ঘটকা লেগেছে। বিজেপি সাংসদ নিজের পোস্টে বলেছেন, “আইপিএল শিরোপা জয়ের জন্য চেন্নাই সুপার কিংসকে অভিনন্দন। আমরা সকলেই জানি যে একটা আইপিএল ট্রফি জেতাই কতটা কঠিন ব্যাপার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাঁচটা আইপিএল ট্রফি জয়ের ব্যাপারটা যেন অবিশ্বাস্য।”

এমনিতে এই পোস্ট দেখে অস্বাভাবিক কিছু মনে হবে না। তো অনেকেই প্রশ্ন তুলছেন যে গম্ভীর নিচে দুবার আইপিএল ট্রফি জিতিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। তাহলে তার কাছে একটা আইপিএল ট্রফি জেতাই খুব কঠিন ব্যাপার এমনটা মনে হওয়ার কারণ কি?

একটা বিশেষ থিওরি তুলে আনছেন অনেক ক্রিকেটপ্রেমী। অনেকেই মনে করছেন কিছুদিন আগে তার সঙ্গে ঝামেলায় জড়ানো তারকা ভারতীয় ক্রিকেটের বিরাট কোহলিকে কিছুটা খোঁচা মারার জন্যই এমন মন্তব্য করেছেন গম্ভীর। চলতি আইপিএলে যখন দ্বিতীয় বার লাখনাও এবং আরসিবি একে অপরের মুখোমুখি হয়েছিল তখন ম্যাচ শেষে নবীন হলো হকের সঙ্গে ঝামেলাকে কেন্দ্র করে বিরাট এবং গম্ভীর একে অপরের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে ছিলেন। তাহলে কি সেই বিষয়টি মনে রেখেই প্রাক্তন ভারত অধিনায়ককে হালকা খোঁচা মারলেন গম্ভীর?

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর