ভারতীয় অধিনায়ক হিসেবে এক অবিশ্বাস্য কীর্তি রয়েছে গম্ভীরের, ধোনি বা কোহলিরও নেই এমন রেকর্ড!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং বিরাট কোহলি (Virat Kohli) গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনার বিষয় হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীদের কাছে। ভারতীয় ক্রিকেটের ২ কিংবদন্তি একে অপরের সঙ্গে ঝামেলায় জড়ানোর পর থেকেই ক্রিকেটপ্রেমীরাও দুই ভাগে বিভক্ত হয়ে তাদের পক্ষ নিয়েছেন। আবার অনেকেই এই ধারণাও জানিয়েছেন যে তাদের মত দুই ভারতীয় মহাতারকা, যারা একসঙ্গে ভারতকে একাধিক ম্যাচ জিতিয়েছেন, তাদের এমন ঝামেলায় জড়ানো উচিত নয়।

তবে বিরাট কোহলির ভক্ত সংখ্যা গৌতম গম্ভীরের ভক্ত সংখ্যার চেয়ে অনেক বেশি। খুব স্বাভাবিকভাবেই তাই প্রাক্তন ভারতীয় ওপেনারকে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি কটুক্তির মুখোমুখি হতে হয়েছে। অনেকেই এমনটাও দাবি করেছেন যে ব্যাটার কোহলের নখের যোগ্যও নন আমি গৌতম গম্ভীর। আর অধিনায়ক হিসেবেও বিরাট কোহলি গৌতম গম্ভীরের চেয়ে কয়েকশো গুণ এগিয়ে।

বিরাট কোহলি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে অভদ্র আচরণ করছেন, এই অভিযোগকে উড়িয়ে দিয়ে অনেক কোহলি ভক্ত দাবি করেছেন যে বিরাট কোহলি যখনই মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সাক্ষাৎ করেন, তখনই দেখা যায় যে দুজনেই একে অপরের সাক্ষাৎ পেয়ে কতটা খুশি হয়েছেন। তাদের মতে বিরাট যাদের যা সম্মান প্রাপ্য তাদের সেই সম্মান দিয়ে থাকেন। সেই সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি দুজনেই অধিনায়ক হিসেবে গম্ভীরের চেয়ে অনেক ভালো বলে মন্তব্য করেছেন অনেকে।

kohli gambhir ipl

গৌতম গম্ভীর অধিনায়ক হিসেবে ভারতীয় দলের সঙ্গে বেশি দিন যুক্ত ছিলেন না। কখনো কখনো ধোনির অধিনায়ক হিসেবে উপস্থিত না থাকার কারণে তাকে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া হতো। এমন একটি রেকর্ডের কথা বলা হবে যাক বিরাট কোহলি বা মহেন্দ্র সিংহ ধোনিরও নেই ভারতীয় দলের জার্সিতে।

গৌতম গম্ভীর মাত্র ছয়টি ওডিআই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন। মজার ব্যাপার হলো ওই ছয়টি ম্যাচের মধ্যে একটিও ভারতীয় দল হারেনি। অন্তত পাঁচটি ওডিআই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া কোনও ক্রিকেটারের দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে অপরাজিত থাকার রেকর্ড নেই, গৌতম গম্ভীর ছাড়া। ওই ৬ ম্যাচে ৯০ গড় নিয়ে ৩৬০ রানও করেছিলেন ভারতীয় ওপেনার। অর্থাৎ অধিনায়কত্ব তার পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলে না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর