বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের এল সেই স্বপ্নপূরণের রাত! IPL (Indian Premier League)-এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad) কার্যত উড়িয়ে দিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এমতাবস্থায়, গত রবিবার রাতে যখন KKR-এর প্রত্যেকেই জয়ের আনন্দে মশগুল ঠিক সেই সময়েই মাঠের একদিকে দেখা গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সাথে গভীর আলোচনায় মগ্ন গৌতম গম্ভীর।
আর ঠিক এই দৃশ্য সামনে আসার পরেই গম্ভীরের ভারতীয় কোচ হওয়ার বিষয়ে ফের জল্পনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনির সাথেও গম্ভীর কথা বলেন। এদিকে, KKR-এর জয়ের সাথে ফের একবার যুক্ত হয়ে গেল গম্ভীরের নাম। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে গম্ভীরের অধিনায়কত্বে KKR চ্যাম্পিয়ন হয়েছিল। তবে, এবার গম্ভীর ছিলেন দলের মেন্টরের দায়িত্বে। এমতাবস্থায়, এই বিরাট জয়ের পর স্বাভাবিকভাবেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল তাঁকে।
এদিকে, সংবাদপত্র “দৈনিক জাগরণ”-এর একটি রিপোর্ট অনুযায়ী ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়ে গম্ভীরের কাছে প্রস্তাব যাওয়ার পর ওই প্রস্তাব বেশ ইতিবাচক মনোভাবের সাথে বিবেচনা করছেন গম্ভীর। যদিও, ভারতীয় কোচের এই গুরুদায়িত্ব পাওয়ার আগে দলের মালিক শাহরুখকে রাজি করাতে হবে গম্ভীরকে। আর সেই কারণেই হয়তো দোটানার মধ্যে রয়েছেন তিনি।
আরও পড়ুন: “২৫ কোটির বোলার….”, সতীর্থরাই করত মজা! চ্যাম্পিয়ন হওয়ার পর “আক্ষেপ” স্টার্কের
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের IPL শুরু হওয়ার আগে KKR-এর মেন্টর হওয়ার জন্য গম্ভীরকে নাকি ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন শাহরুখ। অর্থাৎ, তিনি পারিশ্রমিক হিসেবে কত টাকা নেবেন সেটি নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল গম্ভীরকেই। পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, গম্ভীরকে টানা ১০ বছরের জন্য KKR-এর মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ। অর্থাৎ সামগ্রিকভাবে আগামী ১০ বছর কিভাবে KKR চলবে তার ব্লুপ্রিন্ট তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন গম্ভীর।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ১ জুনের আগে এই কাজটি না করলেই আর মিলবে না LPG সিলিন্ডার
এদিকে ঘটনাচক্রে KKR-এর মেন্টরের দায়িত্ব পাওয়ার পর গৌতম গম্ভীর প্রথম বছরেই বাজিমাত করেছেন। এমন পরিস্থিতিতে, গম্ভীর যদি ভারতীয় দলের কোচ হন সেক্ষেত্রে IPL-এ তিনি নিজের দায়িত্ব হয়তো সামলাতে পারবেন না। সেক্ষেত্রে, ১ বছরের জন্য KKR-এর মেন্টর হওয়ার পরেই দায়িত্ব ছাড়তে হবে তাঁকে। আর এই বিষয়ে শাহরুখ আদৌ রাজি হবেন কিনা তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।