ধোনি নয়, এই তারকার দাপটে ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত! গম্ভীরের বয়ানে তৈরি হলো বিতর্ক  

Last Updated:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়া বিরুদ্ধে (India vs Australia) অসহায় আত্মসমর্পণের পর এবার মুখ খুলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দল এবং তাদের সমর্থকদের মধ্যে কি কি ভুল আছে সেই নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করে দিচ্ছেন তিনি? মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) থেকে কপিল দেব (Kapil Dev), সকলকেই নিজের এই বক্তব্যের অংশ বানিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

প্রথমেই ভারতীয় ক্রিকেটের ব্যক্তি পূজার প্রথার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। গম্ভীর বলেছেন, “আমাদের দেশ আর দলের সাফল্য নিয়ে ভাবিত নয়, সকলেই এখানে কোনও ক্রিকেটারের ব্যক্তিগত আবেশে আচ্ছন্ন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো অন্য দেশগুলিতে এমনটা দেখা যায় না। ভারতেই শুধু দেশের সাফল্যের থেকে ব্যক্তিকে বড় গণনা করা হয়।”

মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলির সঙ্গে তার শীতল সম্পর্ক নিয়ে ও মন্তব্য করেছেন গম্ভীর। তিনি বলেছেন, “আমার সঙ্গে বিরাট কোহলি এবং ধোনির সম্পর্ক একই রকম। যদি কোন কথা কাটাকাটি বা তর্ক বিতর্ক হয়ে থাকে তবে সেটা শুধুমাত্র মাঠের ভেতরে সীমাবদ্ধ। তাদের সঙ্গে আমার কোন ব্যক্তিগত শত্রুতা নেই আর ছিলও না। মাঠের মধ্যে তারাও আমার মতই সবসময় জেতার জন্য নামে।”

এরপর ভারতীয় দলের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপ জয় নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তিনি বলেছেন, “আমরা যখন ২০০৭ টি- টোয়েন্টি এবং ২০১১ ওডিআই বিশ্বকাপের কথা বলি, তখন আমরা যুবরাজ সিংয়ের নাম নিই না। আমরা কেন নিই না? এটি শুধুমাত্র বিপণন এবং প্রোপাগান্ডা। সবসময় শুধুমাত্র একজন ব্যক্তিকে অন্য সকলের চেয়ে বড় দেখানোর চেষ্টা করা হয়।” সরাসরি নাম না উল্লেখ করলেও তার ইঙ্গিতটা কার উদ্দেশ্যে ছিল, সেটা একেবারেই স্পষ্ট।

yuvraj dhoni

ভারতীয় দলে ব্যক্তি পূজার প্রবণতা কতটা মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা বোঝাতে গিয়ে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের উদাহরণ টেনে এনেছেন গম্ভীর। বলেছেন, “আমরা ১৯৮৩ সালের বিশ্বকাপ ট্রফির সাথে শুধুমাত্র কপিল দেবের ছবি দেখেছি। কতজন জানেন যে মহিন্দর অমরনাথ সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন। শুধুমাত্র একটি ছবি আমাদের দেখানো হয়েছে যেখানে কপিল দেব একা বিশ্বকাপ হাতে দাঁড়িয়ে রয়েছেন।”

 

সম্পর্কিত খবর

X