করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে গোটা দেশজুড়ে লকডাউন চলছে। আর এরই মধ্যে প্রাক্তন ভারত ওপেনার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের বাড়ির পরিচারিকার মৃত্যু হয়েছে। কিন্তু সেই পরিচালিকার দেশের বাড়ি হচ্ছে ওড়িশায়, সেই কারণে এই মুহূর্তে কোনো উপায়েই তাকে দেশের বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর তাই পরিচারিকার শেষকৃত্যের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর।
সরস্বতী পাত্র নামে ওড়িশা নিবাসী এই পরিচারিকা দীর্ঘদিন ধরে গৌতম গম্ভীর এর দুই কন্যা সন্তানের দেখাশোনা করতেন। ওড়িশা রাজ্যের জাজপুর জেলায় বাড়ি 49 বছর বয়সী এই পরিচারিকার। কয়েকদিন আগে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন সরস্বতী দেবী। কয়েকদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে 21 শে এপ্রিল সেই হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কিন্তু দেশজুড়ে লকডাউনের জন্য এই মুহূর্তে তার ডেটবডি উড়িষ্যায় নিয়ে যাওয়ার কোন উপায় নেই। সেই কারণে সরস্বতী দেবীর শেষকৃত্যের সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর।