ফের ২২ গজে ফিরছেন ভারতকে বিশ্বকাপ জেতানো গৌতম গম্ভীর! জানালেন কবে এবং কোথায়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: লেজেন্ডস লিগের দ্বিতীয় আসরে ফিরে আসছেন ভারতীয় প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। সকল ভারতীয় ক্রিকেটপ্রেমী এই খবর শুনে খুশি হবেন। এই আসরে উত্তম গম্ভীর নিজের প্রাক্তন সতীর্থ হরভজন সিংহ, বীরেন্দ্র সেওবাগ, ক্রিস গেইলদেরও দেখা পাবেন। এছাড়াও তারকা ক্রিকেটার শেন ওয়াটসন, ব্রেট লি, মহম্মদ কাইফ, ইরফান পাঠান, জ্যাক ক্যালিসরা এই টুর্নামেন্টের অংশ হচ্ছেন।

এই লিগে অংশ নিতে পেরে কেমন লাগছে সেই বিষয়েও মুখ খুলেছেন গৌতম গম্ভীর। ভারতকে দুটি ফরমেটে বিশ্বকাপ জেতানো প্রাক্তন ভারতীয় ওপেনার জানিয়েছেন, “আমি এই প্রতিযোগিতার অংশ হতে পেরে খুশি। সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। আরো একবার ক্রিকেট মাঠে ফেরার সুযোগ পেয়ে আমি খুব উত্তেজিত হয়ে রয়েছি। বিশ্বের সামনে আমাকে আবার মাঠে নামার এই সুযোগ করে দেওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ।”

এবারের লেজেন্ডস লিগ সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে আরম্ভ হবে এবং ২২ দিন ধরে চলবে। মোট ১৫টি ম্যাচ খেলা হবে এই প্রতিযোগিতায়। আগের টুর্নামেন্টের থেকে এই টুর্নামেন্টের দলের সংখ্যা বাড়ছে। মোট চারটি দল এবার মাঠে নামবে। আগেরবার যে তিনটি দল মাঠে নেমেছিল তাদের নাম ছিল ইন্ডিয়ান মহারাজা, এশিয়ান এবং ওয়ার্ল্ড জায়েন্টস।

গৌতম গম্ভীরকে আরও একবার মাঠে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে ভারতের সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন গম্ভীর। এই বাঁহাতি তারকা ভারতের হয়ে ১৪৭ টি একদিনের ম্যাচ ও ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর