কড়া সিদ্ধান্ত নেবে BCCI! জয় শাহ-কে সরিয়ে গুরুত্বপূর্ণ পদে বসবেন ভারতকে বিশ্বকাপ জেতানো এই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে ব্যাপারটি অফিসিয়াল না হলেও এই মুহূর্তে বিসিসিআইয়ের (BCCI) মুকুটহীন সম্রাট হলেন জয় শাহ (Jay Shah)। খাতায়-কলমে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে রয়েছে রজার বিনি (Roger Binny)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দায়িত্ব ছাড়ার পর ১৯৮৩ সালের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সব গুরুত্বপূর্ণ ঘোষণা ও উদ্যোগের ক্ষেত্রে সকলেই যেন জয় শাহকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

সৌরভের সময় এমনটা হওয়া সম্ভব ছিল না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামটারই মাহাত্ম্য এত বেশি যে তিনি থাকাকালীন এককভাবে জয় শাহের পক্ষে বিশাল গুরুত্ব পাওয়া সম্ভব ছিল না। কিন্তু সৌরভকে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর এখন ভারতীয় ক্রিকেট বোর্ড একচ্ছত্র রাজত্ব চলছে তার।

কিন্তু সৌরভ দায়িত্ব ছাড়ার পর ভারত দুটি আইসিসি টুর্নামেন্ট খেলে ফেলেছে। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল অবথে পৌঁছে ইংল্যান্ডের কাছে বিশ্রী ভাবে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। তারপর চলতি বছরের জুন মাসের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হারতে হয়েছিল রোহিতদের।

মোটকথা জয় শাহের সময়ে একেবারেই প্রত্যাশিত সাফল্য পায়নি ভারতীয় দল। তাই এবার তাকে বিসিসিআইয়ের সচিবের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা উঠছে। কিন্তু কথা হল তাকে সরিয়ে দিয়ে এই দায়িত্ব নতুন করে কাকে দেওয়া যায়? অনেকের মতে এই পদের জন্য একেবারে যোগ্য ব্যক্তি হলেন গৌতম গম্ভীর। তাহলে ক্রিকেটের প্রশাসনিক দিকে কাজ করার অভিজ্ঞতা নেই ঠিকই। কিন্তু তাতে খুব একটা অসুবিধা হবে বলে মনে করছেন না অনেকেই।

gautam gambhir
ঠোঁটকাটা গম্ভীর

যে কারণে গৌতম গম্ভীরকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়ার কথা হবে বলে মনে করা হচ্ছে সেই কারণটা হলো এটাই যে তিনি এই সবসময় কোনও নির্দিষ্ট ক্রিকেটারের চেয়ে দলকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তিনি আবার ভারতীয় ক্রিকেটকে একটি দল হিসেবে ঐক্যবদ্ধ করার জায়গায় নিয়ে আসতে পারবেন বলে অনেকের ধারণা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর