“আপনি কেন পাকিস্তান বিরোধী?” ভক্তের প্রশ্নে দারুন জবাব দিলেন গৌতম গম্ভীর

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় অনেক দিন হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন গৌতম গম্ভীর। প্রাপ্তন এই ভারত ওপেনার আর কোন প্রকার ক্রিকেটই খেলেন না। এখন তিনি পুরোপুরি ভাবে ব্যস্ত রাজনীতির ময়দানে। তিনি দিল্লির বিজেপি এমপি। গম্ভীরকে প্রায়ই দেখা যায় বিভিন্ন মঞ্চ থেকে তিনি পাকিস্তান বিরোধী মন্তব্য করেন। ভারতীয় সেনাবাহিনীর সমর্থন করে বারবার পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন গৌতম গম্ভীর।

এছাড়াও প্রায় দিনই প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে টুইটারের যুদ্ধ লেগে পড়েন গৌতম গম্ভীর। দীর্ঘদিন হয়ে গেলো দু’জনে একে অপরের মুখ দেখেনি তাই এখন যাবতীয় যুদ্ধ হয় সোশ্যাল মিডিয়াতেই। কখনো টুইট করে গৌতম গম্ভীরকে আক্রমণ করেন শহীদ আফ্রিদি। আবার টুইটারেই কড়া ভাষায় আফ্রিদিকে জবাব দেন গৌতম গম্ভীর। এইভাবেই চলে দুজনের বাকযুদ্ধ।

images 73 5

সম্প্রতি গৌতম গম্ভীরকে টুইটারে এক ভক্ত প্রশ্ন করেন তিনি কেন পাকিস্তানি বিরোধী? তার জবাবে গম্ভীর জানিয়েছেন, সীমান্তে ভারতীয় সেনাদের মৃত্যু ঘটলে সব ভারতীয়রাই পাকিস্তান বিরোধী হয়ে ওঠে।

এই প্রসঙ্গে টুইট করে গৌতম গম্ভীর লিখেছেন, ” আমি পাকিস্তান বিরোধী নয়, আমার মনে হয় না কোন ভারতীয় আসলে পাকিস্তান বিরোধী। তবে যখন আমাদের সেনাদের জীবন এবং অন্য কিছুর মধ্যে একটিকে বেছে নিতে হয়, তখন আমরা প্রত্যেকেই একই মনোভাব পোষণ করি।”

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর