বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারত অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam gambhir) বেশ কয়েক বার ভারতীয় ক্রিকেট বোর্ডকে এক হাতে নিয়েছেন। যখনই গৌতম গম্ভীরের মনে হয় এই কাজটা অনুচিত তিনি কোন প্রকার রাখঢাক করেন না, সঙ্গে সঙ্গে আওয়াজ তোলেন। ফের একবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর।
গৌতম গম্ভীর মন্তব্য করেন, ভারতের দুই উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থ দু’জনের সঙ্গেই অবিচার করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গম্ভীরের মতে, ক্রিকেটাররা দলের অন্দরেই নিরাপত্তার অভাব বোধ করছেন যেটা একেবারেই ঠিক নয়।
স্পোর্টস টুডে নামে একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হন ঋদ্ধিমান সাহা সেই কারণে দ্বিতীয় টেস্টে অর্থাৎ বক্সিং ডে টেস্টে ঋদ্ধিমান সাহাকে বাদ দিয়ে ঋষভ পন্থকে দলে নেওয়া হয়েছে। তাহলে দ্বিতীয় টেস্টে যদি ঋষভ পন্থ ব্যর্থ হন তাহলে কি ফের পন্থকে বসিয়ে ঋদ্ধিমানকে সুযোগ দেওয়া হবে? তাহলে তো কোন উইকেটরক্ষকই নিজেকে সুরক্ষিত বলে মনে করবে না। ক্রিকেটাররা যে দলের মধ্যে সুরক্ষিত সেটা মুখে বললেই নয় কাজে করে দেখাতে হবে।”