বিরাট কোহলির সেরা ওয়ানডে ইনিংস বেঁছে নিলেন গৌতম গম্ভীর।

বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটের তিনটি ফরমেটেই তিনি সমান ধারাবাহিকতায় ব্যাটিং করে যেতে পারেন এই কারণে তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যান। ভারত অধিনায়ক বিরাট কোহলির ভরসাযোগ্য ব্যাটে নির্ভর করে অনেক ম্যাচ জিতেছে ভারত। কিন্তু বিরাট কোহলি সেরা ওয়ানডে ইনিংস কোনটি? এই প্রশ্ন করা হলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ধন্দে পড়ে যাবেন।

এবার প্রাপ্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর বেঁছে নিলেন বিরাট কোহলির সেরা ওয়ানডে ইনিংস। আর বিরাট কোহলির সেরা ওয়ানডে ইনিংস বাঁছতে গিয়ে গম্ভীরকে আরও আট বছর পিছিয়ে যেতে হল। 2012 সালে এশিয়া কাপে পাকিস্তানের দেওয়া 330 রানের টার্গেট পূরণ করতে নেমে সেই সমস্ত তরুন বিরাট কোহলি 183 রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন। প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর এর মতে সেটিই বিরাট কোহলির সেরা ওয়ানডে ইনিংস।

144032573ef19d3f1e0693ca6c11b804065440577159483c7d020d0e8c3c119ca412dd75

আসলে সেই ম্যাচে পাকিস্তানের দেওয়া বিশাল রানের টার্গেট পূরণ করতে নেমে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় গৌতম গম্ভীর কে। তারপর ম্যাচের হাল ধরেন বিরাট কোহলি, 183 বলে 183 রানের দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে আসেন কোহলি। সেই পরিস্থিতিতে তরুণ বিরাট কোহলি সেই সুন্দর ইনিংস দেখে মুগ্ধ হয়েছিলেন গম্ভীর। সেই কারণে গৌতম গম্ভীরের কাছে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি সেই 183 রানের ইনিংসটাই সেরা ওয়ানডে ইনিংস।

Udayan Biswas

সম্পর্কিত খবর