জঙ্গি হামলার বিরুদ্ধে মুখ খোলার জের! এবার গৌতম গম্ভীরকে খুনের হুমকি ISIS কাশ্মীরের, লেখা হল…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Kashmir Terrorist Attack) নিয়ে তোলপাড় গোটা দেশ। মঙ্গলবারই গোটা ঘটনার চরম নিন্দা করে সমাজমাধ্যমে বার্তা দিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। আর সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই বুধবার খুনের হুমকি পেলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

গৌতম গম্ভীরকে খুনের হুমকি | Gautam Gambhir

ইমেলে গম্ভীরকে খুনের হুমকি পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’, ISIS কাশ্মীর। সূত্রের খবর, দু’টি হুমকিবার্তা পেয়েছেন গম্ভীর। লেখা হয়েছে তিন শব্দের ছোট্ট মেসেজ। ‘IKillU’। জানা যাচ্ছে বুধবার দুপুরে এই ইমেল পান গম্ভীর। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভারতীয় দলের কোচ।

Pahalgam terror attack

গতকালই রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। মধ্য দিল্লির ডিসিপিকেও তিনি সবটা জানিয়েছেন। যাতে তিনি ও তাঁর পরিবার যাতে সুরক্ষিত এবং নিরাপদে থাকে তার জন্যও পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন গম্ভীর।

সূত্রের খবর, ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা ও নির্বিচারে তাঁদের খুনের ঘটনার কড়া নিন্দা করে গম্ভীর মঙ্গলবার লিখেছিলেন, ভারত অবশ্যই এর জবাব দেবে।

আরও পড়ুন: পহেলগাঁও হামলায় খুশি পাকিস্তান? পাক হাইকমিশনে কেক হাতে ঢুকলেন কর্মচারী! সাংবাদিকরা প্রশ্ন করতেই….

উল্লেখ্য, গৌতম গম্ভীরের আরেকটি পরিচয় রয়েছে। তিনি বিজেপির প্রাক্তন সাংসদ। পূর্ব দিল্লি কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদের দায়িত্ব সামলেছেন তিনি। পরে আর নির্বাচনে দাঁড়ান নি। বর্তমানে তিনি ভারতীয় দলের কোচ।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X