IPL চ্যাম্পিয়ন KKR! তারপরেই ভগবান কৃষ্ণকে স্মরণ করলেন গম্ভীর, নেটমাধ্যমে লিখলেন….

   

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-এর IPL (Indian Premier League)-এ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর ফের স্বপ্নপূরণ করল কলকাতা। তবে, এবারের মরশুমে কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যাঁর অন্যতম অবদান রয়েছে তিনি হলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১২ এবং ২০১৪ সালে গম্ভীরের অধিনায়কত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল KKR। কিন্তু, এবার গম্ভীর মেন্টর হিসেবে দলের সাথে যুক্ত হয়েছিলেন। আর তারপরে ফের বাজিমাত করেছেন তিনি।

দলের দায়িত্ব পাওয়ার পর তাঁর নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত লাভবান করেছে KKR-কে। যার মধ্যে অন্যতম হল সুনীল নারিনকে নিয়মিতভাবে ওপেনিংয়ে পাঠানো। চলতি মরশুমে দাপটের সাথে ব্যাট করেছেন সুনীল। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি পেয়েছেন বড় রান। এমনকি করেছেন একটি সেঞ্চুরিও। তবে ফাইনাল ম্যাচে তিনি ব্যর্থ হলেও গম্ভীরের সৌজন্যেই তিনি সুযোগ পেয়েছিলেন ওপেনিংয়ের। আর সেই সুযোগকে ভালোভাবে কাজে লাগান নারিন।

শ্রীকৃষ্ণকে স্মরণ করেন গম্ভীর: এদিকে, সুনীলের পাশাপাশি সমগ্র টুর্নামেন্ট জুড়েই শ্রেয়স আইয়ারের প্রতি বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেছিলেন গৌতম গম্ভীর। তিনি বিভিন্নভাবে গাইড করতে থাকেন KKR অধিনায়ককে। একদম প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দলের সাথে যুক্ত হয়েছিলেন গম্ভীর। তিনি বারংবার জানিয়েছিলেন, তাঁর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হল সাফল্য।

আরও পড়ুন: IPL জিতে মাঠেই জয় শাহের সাথে আলোচনায় ব্যস্ত গম্ভীর! ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়ে বাড়ালেন জল্পনা

এমতাবস্থায়, সেই লক্ষ্য পূরণের মাধ্যমে গম্ভীরের একটি পোস্ট এবার সকলের নজর কেড়েছে। পাশাপাশি ওই পোস্ট উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। মূলত, KKR চ্যাম্পিয়ন হওয়ার পর গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, “জিসকি মতি অর গতি সত্য কি হো, উসকা রথ আজ ভি শ্রী কৃষ্ণ চালাতে হ্যায়”। অর্থাৎ, যার বাংলা অনুবাদ করলে হয় “যার মতি এবং গতি সত্য হয়, তার রথ আজও কৃষ্ণ চালান।”

আরও পড়ুন: “২৫ কোটির বোলার….”, সতীর্থরাই করত মজা! চ্যাম্পিয়ন হওয়ার পর “আক্ষেপ” স্টার্কের

ফাইনালে ঝড় তোলে KKR: চলতি বছরের IPL-এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয় চেন্নাইয়ের চিপকে। যেখানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিকে, প্রথম ওভার থেকেই হায়দ্রাবাদের ওপর দাপট দেখাতে শুরু করে কলকাতা। শুধু তাই নয়, প্রথম ওভারে দলের ওপেনার অভিষেক শর্মাকে আউট করেন মিচেল স্টার্ক। ঠিক তারপরের ওভারেই বৈভব অরোরার বলে ক্রিজ ছাড়েন ট্রাভিস হেড। বাকি ম্যাচ জুড়ে KKR রীতিমতো ঝড় তুলতে শুরু করে। মাত্র ১১৪ রানের লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতে যায় নাইটরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর