আগে সীমান্তে সেনারা সুরক্ষিত হোক, তারপর ভারত ক্রিকেট খেলতে পাকিস্তান যাবে, মন্তব্য গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে চলেছে। তার আগে দুই দেশের সম্পর্ক নিয়ে আরম্ভ হয়েছে বিতর্ক। বিসিসিআই সচিব জয় শাহর আগামী বছর এশিয়া কাপ খেলতে ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার নিয়ে মন্তব্য ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। জয় শাহের মন্তব্যের সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও।

কিন্তু এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তিনি এই বিষয়ে নিজের মতামত জানাতে গিয়ে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ প্রসঙ্গ টেনে এনেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন না হওয়ার একটা বড় কারণ হলো সীমান্ত সমস্যা। তাই যতদিন না সীমান্তে ভারতীয় সেনারা ও সাধারণ মানুষ সুরক্ষিত হচ্ছেন, ততদিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত নয় বলে মনে করেন প্রাক্তন কেকেআর অধিনায়ক।

প্রাক্তন কিংবদন্তি বোলার ইরফান পাঠানের সঙ্গে সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে বসে গৌতম গম্ভীর বলেছিলেন, “অনেকেই ক্রিকেট থেকে রাজনীতিকে দুরে সরিয়ে রাখার কথা বলছেন। আমিও এখানে আজ রাজনীতিবিদ হিসেবে আসিনি। একজন সাধারণ মানুষ হিসেবেই আমার মনে হয়, যতক্ষণ সীমান্তে আমাদের জওয়ানরা এবং সীমান্তের কাছাকাছি বসবাস করা সাধারণ মানুষ সুরক্ষিত না হচ্ছেন, ততক্ষণ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত নয় বা ভারতের পাকিস্তানে খেলতে যাওয়া উচিত না। কারণ ক্রিকেটটা বড় ব্যাপার নয়, যারা সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন, তাঁদের জীবন–মরণের ব্যাপারটা ক্রিকেটের চেয়ে অনেক বড়। তাই যতক্ষণ পরিস্থিতির উন্নতি না হয়, ততক্ষণ এই সম্ভাবনা নিয়ে কথা বলারই কোনও জায়গা নেই।”

gautam gambhir 4

তিনি আরও যোগ করে বলেছেন, “আপনি আমার বক্তব্যর পাল্টা কথা বলতেই পারেন। আমি কিন্তু এশিয়া কাপে ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিসদের সঙ্গে বসে ধারাভাষ্যর কাজ করেছি। আমার উনাদের নিয়ে কোনও সমস্যা নেই, কিন্তু বিষয়টি যদি আমার হাতে থাকত তাহলে নিশ্চয়ই এটা করতাম না। যেদিন আমাদের সেনারা সীমান্তে নিরাপদ হবে, সেদিন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যেতে পারে।”  ইরফান পাঠানও গম্ভীরের কথায় সায় দিয়েছেন।

গৌতম গম্ভীর নিজের সোজাসাপ্টা কথা বলার ক্ষমতার জন্য বরাবরই শিরোনামে থাকেন। কিছুদিন আগে ভারতীয় বিশ্বকাপ একাদশ কেমন হওয়া উচিত সেই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি দিনেশ কার্তিক এর জায়গায় রিশভ পন্থকে দলে রাখা উচিত এমন মন্তব্য করে শিরোনামে এসেছিলেন। এখন এই সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে মন্তব্য করে ফের শিরোনামে তিনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর