ফিট থাকতে কী করেন গৌতম গম্ভীর? জানলে অবাক হবেন আপনিও

টিম ইন্ডিয়ার নয়া কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। অনুরাগীরা মনে করছে এবারেই শুরু হতে চলেছে ভারতের সুদিন। ভারতের ‘লাকি চার্ম’ হিসেবে মনে করা হয় তাঁকে। ম্যাচ জেতার শেষে তাঁর মুখে হাসি না ফুটলেও, দর্শকদের মুখে জয়ের হাসি ফোটাতে সক্ষম তিনি। বিরাট থেকে ধোনি একাধিক ক্রিকেটারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েচেন তিনি। শুনেছেন কটাক্ষও। তবে নিজের কাজ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে প্রত্যেকের মুখ বন্ধ করেছেন গম্ভীর।

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবেও নিযুক্ত হয়েছিলেন তিনি। গত আইপিএলে কলকাতার জয়কে হাতের মুঠোয় এনে দিয়েছিলেন গম্ভীর। শাহরুখ খানও জানিয়েছিলেন তিনি কলকাতার লাকি চার্ম। মোট তিনটি আইপিএল ট্রফি জিতেছে কলকাতা। আর এই তিনবারই কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন গোম্বির্ম দুইবার প্লেয়ার হিসেবে ও একবার কোচ হিসেবে।

Gautam Gambhir

টিম ইন্ডিয়ার নয়া কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)

বর্তমানে চলছে ভারত শ্রীলঙ্কা সিরিজ। শুরু থেকেই বেশ ভালো স্থানে রয়েছে ভারত। এই সিরিজ দিয়েই ভারতের কোচ হিসেবে অভিষেক করেন তিনি। কয়েকদিন আগে ডেথ ওভারে সার্যকুমার যাদব ও রিঙ্কু সিংকে বল করতে দিয়েছিলেন গম্ভীর। আর সেই বলেই বাজিমাত করেছিলেন এই দুই ব্যাটার। সেই নিয়ে জয়জয়কার হয়েছিল গম্ভীরের নামে। তবে, গত ম্যাচে ড্র হওয়ার পরেও হেরে যায় ভারত। যদি ছিল একেবারে অবিশ্বাস্য। ভারতের এই হারের পর বেশ হতাশ হয়েছিলেন গম্ভীরও।

তবে, জানেন কি এত বছর পরেও কিভাবে এত ফিট থাকেন গৌতম গম্ভীর? জানা যায়, গম্ভীর প্রতিদিন একটু করে প্রোটিন খাবার খান। ছাড়াও দিন তিন লিটার জল পান করেন। সঙ্গে পান করেন ফলের রসও। এছাড়াও জানা যায়, বাইরের ফাস্টফুড একেবারেই খান না তিনি। করেন জিম, ওয়ার্ক আউট ও যোগা। প্রতিদিন সকালে রানিং মেশিনেরও ব্যবহার করেন তিনি। গম্ভীর বলেন শরীরকে ফিট রাখার জন্যই তামাক ও মদ্যপান করেন না তিনি।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর