রোহিতের পাশে ভারতের হয়ে ODI বিশ্বকাপে কে ওপেন করবেন? জবাব দিলেন গৌতম গম্ভীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শিখর ধাওয়ান (Shikher Dhawan) এবং রিশভ পন্থকে (Rishabh Pant) ভারতীয় দলের আসন্ন সিরিজগুলি থেকে ছেঁটে ফেলা হয়েছে। এবার ভারতীয় দলের ওপেনার এবং উইকেটরক্ষক কে হবেন এই নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আসন্ন ২০২৩-এ ভারতের মাটিতেই আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। এই বিশ্বকাপে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে কোন ক্রিকেটার ওপেন করবেন সেই নিয়ে অনেকেই এখনও ধন্ধে রয়েছেন।

লোকেশ রাহুল (KL Rahul) ভারতীয় ওডিআই দলে নিয়মিত হলেও তাকে এই ফরম্যাটে মিডল অর্ডারে খেলানোটাই পছন্দ করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় রোহিতের ওপেনিং পার্টনার কে হবে সেই নিয়ে অনেকের মনেই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কিন্তু ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া প্রাক্তন ভারতীয় তারকা ওপেনের গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই দলের মধ্যে পড়েন না।

গৌতম গম্ভীরের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে সবকিছু ঠিক থাকলে ২০২৩ ওডিআই বিশ্বকাপের রোহিত শর্মার পাশে ওপেন কে করতে চলেছেন। তিনি আর কেউ নন তিনি হলেন, তরুণ ভারতীয় উইকেট রক্ষক এবং ওপেনার ঈশান কিষান (Ishan Kishan)। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের একটি ম্যাচে দ্বিশতরান করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি।

ishan kishan 200

অথচ সবকিছু পরিকল্পনা মাফিক চললে ওই সিরিজের হয়তো খেলার সুযোগই পেতেন না। রোহিত শর্মা যদি আচমকা আঙ্গুলে চোট না পেতেন তাহলে হয়তো তৃতীয় ওডিআই ম্যাচেও ঈশান কিষানের সুযোগ হতো না। সুযোগ পেয়েই সেই ম্যাচে মাত্র ৩৫ ওভারের মধ্যে নিজের দ্বিশতরান অবধি পৌঁছে গিয়েছিলেন।

গৌতম গম্ভীরের সামনে সম্প্রতি ভারতীয় ওপেনার প্রসঙ্গে প্রশ্ন রাখা হলে তিনি জবাবে বলেছেন, “আমি এটাই বুঝতে পারছি না যে আমরা এখনও এই ব্যাপারটা নিয়ে আলোচনা কেন করছি! একজন দ্বিশত রান করেছে ওডিআই ফরম্যাটে, তারপরেও কি সে নিয়মিত হবে না?” এর পাশাপাশি শ্রেয়সা আইয়ার দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও গম্ভীর জানিয়েছেন যে তিনি সূর্যকুমার যাদবকেই ভারতীয় দলের হয়ে চার নম্বরে ব্যাটিং করতে দেখতে চাইবেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর