বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল গতকাল জয় দিয়ে নতুন বছরে নিজেদের যাত্রা শুরু করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই রানে জয় পেয়েছে ভারত। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণ ভারতীয় ক্রিকেট দল কঠিন ও হিমশীতল মানসিকতা দেখিয়ে ম্যাচটি জিততে পেরেছে। সেই সঙ্গে হার্দিক নিজেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে।
কাল হার্দিক যখন ব্যাট করতে এসেছিলেন তখন ভারতীয় দল রীতিমতো বিপাকে পড়ে গিয়েছিল বেশ কয়েকটি উইকেট হারিয়ে। সেখান থেকেই ঈশান কিষানের সঙ্গে একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে ভারতকে ভদ্রস্থ একটি টার্গেট সেট করতে সাহায্য করেছিলেন তিনি। যদিও নিজে ভালো শুরু করলেও ব্যাট হাতে ২৯ রানের বেশি করতে পারেননি তিনি।
এরপর বল হাতে নিজেই প্রথমদিকে বোলিং করেছেন। পাওয়ার প্লে-তে রীতিমতো চাপে রেখেছিলেন শ্রীলঙ্কার টপ অর্ডারকে। তার কৃপণ বোলিংয়ের জন্য মাভির বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে উইকেট হারাচ্ছিল শ্রীলঙ্কা। গতকাল ভারতীয় টি-টোয়েন্টি দলে অভিষেক ঘটানো মাভি নিজের প্রথম ম্যাচেই ৪ ওভার হাত ঘুরিয়ে ৪ টি উইকেট নিয়েছেন।
তবে হার্দিক কাল নিজের বোলিং কোটা কমপ্লিট করতে পারেননি। ফিল্ডিং করতে গিয়ে একটি দুর্দান্ত ক্যাচ নেওয়ার সময় তিনি জখম হন এবং বেশ কিছুটা সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল শেষের দিকে। তবে শেষ ওভারে তিনি বোলিং না করলেও মাঠে ফিরে এসেছিলেন এবং দলকে মাঠ থেকেই নেতৃত্ব দিয়েছিলেন।
এবার এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনের গৌতম গম্ভীর। তিনি বলেছেন, “ভারতের এই মুহূর্ত থেকে হার্দিকের একজন পরিবর্ত ক্রিকেটারকে খোঁজা চালু করা দরকার। তার ওপর ভারতীয় দল বড্ড বেশি নির্ভর করছে। বিশ্বকাপের বছরে হার্দিকের যদি কোনও চোট লেগে যায় তাহলে ভারত দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হলেও খুবই সমস্যায় পড়ে যাবে।”