“আমার দলে কার্তিক নয়, পন্থ সুযোগ পাবে”, মন্তব্য গৌতম গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের বিশ্বকাপ অভিযানের একাদশ কেমন হওয়া উচিত সেই নিয়ে নিজের প্রকাশ করেছেন। আর দু দিন পরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছেন রোহিত শর্মারা। ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তার আগে গত রবিবার গম্ভীর এই বিষয় নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন তাকে দল নির্বাচনের দায়িত্ব দেওয়া হলে তিনি পাকিস্তানের বিরুদ্ধে একাদশ থেকে ভুবনেশ্বর কুমারকে বাদ দিয়ে আগে মহম্মদ শামিকে দলে বেছে নেবেন। কারণ শামি যেভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ডেথ ওভারে বোলিং করেছিলেন তা দলের সম্পদ হয়ে উঠতে পারে। প্রাক্তন ভারতীয় ওপেনার আরও বলেছেন যে যদি ভুবনেশ্বরকে খেলাতেই হয়, তাহলে তাকে যেন অর্শদীপ সিংয়ের জায়গায় খেলানো হয়।

shami smile

গম্ভীরের মতে ভারতের ৩ জন পেসার নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামা উচিত। ভুবনেশ্বর বা অর্শদীপের জায়গায় শামিকে খেলানো উচিত এবং তা বা হর্ষল প্যাটেল থাকবেন। প্রয়োজনে হার্দিক চতুর্থ পেসার হিসেবে বোলিং করবেন। দলের অন্য দুই বোলিং অপশন হিসাবে যুজবেন্দ্র চাহাল এবং অক্ষর প্যাটেলকে খেলানো উচিত বলে তিনি মনে করেন।

সেই সঙ্গে তিনি দীনেশ কার্তিকের বদলে দলে রিশভ পন্থকে দেখতে চান বলে জানিয়েছেন। তার মতে ভারতীয় দল কার্তিককে ১০ বলের ব্যাটার হিসাবে দলে জায়গা দিচ্ছে যা কখনোই ন্যায্য পদ্ধতি বলে মনে করেন না গম্ভীর। তার মতে রিশভ পন্থকে পাঁচ নম্বরে রেখে দল নামানো উচিত রোহিতের।

গম্ভীরের ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার/অর্শদীপ সিং, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর