সচিন টেন্ডুলকার বা বিরাট কোহলি নন, এই তারকাকে ভারতের সেরা ব্যাটার মানেন গৌতম গম্ভীর!  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১২ বছরেরও বেশি সময় কোনও বিশ্বকাপ জেতেনি ভারতীয় দল (Team India)। দশ বছর আগে তারা তাদের শেষ আইসিসি ট্রফিটি জিতেছিল ইংল্যান্ডের মাটিতে। তারপর থেকে কেবলমাত্র ব্যর্থতাই ভারতের সঙ্গী আইসিসি টুর্নামেন্টগুলিতে, বিশেষ করে নকআউট পর্যায়ে। এই সমস্ত বিষয় নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতকে দুটি ফরম‍্যাটে বিশ্বকাপ জেতাতে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

তিনি প্রথমেই ভারতীয় ক্রিকেটে ব্যক্তি পূজার প্রথার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। গম্ভীর বলেছেন, “আমাদের দেশ আর দলের সাফল্য নিয়ে ভাবিত নয়, সকলেই এখানে কোনও ক্রিকেটারের ব্যক্তিগত আবেশে আচ্ছন্ন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো অন্য দেশগুলিতে এমনটা দেখা যায় না। ভারতেই শুধু দেশের সাফল্যের থেকে ব্যক্তিকে বড় গণ‍্য করা হয়।”

এরপর ভারতীয় দলের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপ জয় নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তিনি বলেছেন, “আমরা যখন ২০০৭ টি- টোয়েন্টি এবং ২০১১ ওডিআই বিশ্বকাপের কথা বলি, তখন আমরা যুবরাজ সিংয়ের নাম নিই না। আমরা কেন নিই না? এটি শুধুমাত্র বিপণন এবং প্রোপাগান্ডা। সবসময় শুধুমাত্র একজন ব্যক্তিকে অন্য সকলের চেয়ে বড় দেখানোর চেষ্টা করা হয়।” সরাসরি নাম না উল্লেখ করলেও তার ইঙ্গিতটা কার উদ্দেশ্যে ছিল, সেটা একেবারেই স্পষ্ট।

Yuvraj Singh

ভারতীয় সীমিত ওভারের ক্রিকেটের ইতিহাসে সেরা ম্যাচ উইনার বলে আখ্যা দিয়েছেন। যুবরাজ সিং ভারতের হয়ে টি-টোয়েন্টি এবং ওডিআই বিশ্বকাপ জিতেছেন যথাক্রমে ২০০৭ এবং ২০১১ সালে। দুটো টুর্নামেন্টের দৌড়াচ্ছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো প্রতিপক্ষদের বিরুদ্ধে সবসময়ই গর্জে উঠেছে তার ব্যাট।

তাই গৌতম গম্ভীর তাকেই এই শিরোপাটা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ সিংয়ের রেকর্ড দেখে অবশ্যই বিশাল প্রভাবিত হয়ে পড়বেন না কেউ। বরং ক্রিকেট জানেন না এমন কাউকে সচিন বা কোহলির রেকর্ড দেখালেই তাদের চোখ উঠবে কপালে। কিন্তু যুবরাজ দরকারের সময় নিজের অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে যেভাবে জ্বলে উঠেছেন বারবার, তেমনটা আর কেউ করতে পারেননি বলে মনে করেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর