বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই বছরের অক্টোবর থেকে নভেম্বর মাসে আয়োজিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2022) ভারতীয় দলের (Team India) পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ২০২১ সালে সংযুক্ত আরব আমির সাহিত্যে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর ভারতীয় দল প্রস্তুতির অভাব রাখেনি। দেশে-বিদেশে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলে নিজেদেরকে ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছিল ভারত। প্রস্তুতি পর্বে ভারতীয় দল ভালোই ছন্দে ছিল।
কিন্তু মূল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স একেবারেই আশাপ্রদ হয়নি। মূল টুর্নামেন্টে ভারতীয় দল তিনটি প্রথম সারির দলের মুখোমুখি হয়েছিল। তার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির (Virat Kohli) অতিমানবিক ইনিংস ম্যাচে তফাৎ করে দিয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে ২০১৩-র পর আইসিসি টুর্নামেন্টগুলিতে ভারতের ব্যর্থতার ধারাটা অব্যাহত রয়েছে।
পরের বছরের শেষ দিকে দেশের মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। ফলে বছরের শুরু থেকেই ভারতীয় ক্রিকেটাররা একাধিক ওয়ান ডে ম্যাচ খেলবেন। ওডিআই বিশ্বকাপের বছরে ওডিআই সিরিজ গুলিতে ভারতীয় দলের কিরকম ভাবে প্রস্তুতি নেওয়া উচিত সেই নিয়ে এবার মুখ খুলেছেন ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
গৌতম গম্ভীর মনে করেন যে ক্রিকেটারদের ওডিআই বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রবল, তারা যেন বেশি করে ওডিআই সিরিজ গুলিতে অংশগ্রহণ করে নিজেদের তরতাজা রাখেন। সাম্প্রতিককালে একাধিকবার দেখা গিয়েছে যে সিনিয়র ভারতীয় তারকারা বেশ কিছু কম গুরুত্বপূর্ণ সিরিজ থেকে নিজেদের সরিয়ে রাখেন বিশ্রামের জন্য। গম্ভীরের মতে আসন্ন বছরেও যদি এমন ধারা অব্যাহত থাকে, তাহলে দেশের মাটিতে আয়োজিত টুর্নামেন্ট হলেও ভারতের ভালো পারফরম্যান্স করার আশা থাকবে না।
ভারতের তিনটি ফরম্যাটের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সাম্প্রতিক অতীতে অত্যন্ত খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খুবই খারাপ ছন্দে ছিলেন। তবে একসঙ্গে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা সতীর্থর পাশে দাঁড়িয়েছেন গম্ভীর। তিনি জানিয়েছেন কেবলমাত্র একটি আইসিসি টুর্নামেন্টের ফলাফল দেখে রোহিত শর্মার যোগ্যতা বিচার করা কখনোই যুক্তিযুক্ত নয়।