বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Team India) মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটার আর বেশি দেরি নেই বলে মনে করছেন অনেকেই। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে অনেকের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকা যাচ্ছে না আর। খুব শীঘ্রই ভারতীয় দলের তিন ফরম্যাটেই বেশ কিছু নতুন মুখের অভিষেক ঘটতে দেখা যেতে পারে। আর তার মধ্যে অন্যতম একটা নাম হল যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
এবার যশস্বীর ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন গৌতম গম্ভীরও। সাম্প্রতিক সময়ে তিনি একাধিক ক্রিকেটের সম্পর্কে একাধিক মন্তব্য করে বিতর্কের মশলা জুগিয়েছেন ক্রিকেটপ্রেমীদের। তিনি যে এই তরুণ ক্রিকেটার সম্পর্কে মন্তব্য করেছেন এটা শুনেই সমর্থকদের কৌতুহলী হয়ে ওঠাটা স্বাভাবিক।
গৌতম গম্ভীর শুধুমাত্র আইপিএলের পারফরম্যান্স দেখে এই তরুণ ক্রিকেটারকে ভারতীয় দলে সুযোগ দিতে নারাজ। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে যেন পূর্ণবিকাশ ঘটেছে যশস্বীর। তার ব্যাটিং জস বাটলারের মতো ক্রিকেটেরকেও ফিকে করে দিয়েছেন। গত আইপিএলে ১৪ টি ম্যাচ খেলে ৬০০-র বেশি রান করে তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছিলেন শেষ মুহূর্ত অবধি।
তবে গৌতম গম্ভীর অনেক বেশি আগ্রহী তার ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে। পরিসংখ্যান বলছে সেখানেও দীর্ঘদিন ধরেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে চলেছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার গড় ৮০.২১। এছাড়া লিস্ট এ ম্যাচে তিনি রান করেন ৫৩.৯৬ গড়ে। সেই ভিত্তিতেই তাকে ভারতীয় দলে দেখতে চান গম্ভীর।
ভারতীয় দল জুন মাসে আর কোন সিরিজ খেলছে না। তারা উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং সেখানে তিন ফরম্যাটের সিরিজের তারা মাঠে নামবে। তার মধ্যে অন্তত একটি ফরম্যাটে তার অভিষেক ঘটে যাওয়া উচিত বলে মনে করছেন গম্ভীর। ভারতীয় দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারের সাম্প্রতিক আইসিসি ইভেন্ট গুলিতে ব্যর্থতার পর তরুণ ক্রিকেটের আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত বলেই ধারণা তার।