“অজুহাত ত্যাগ করে জয়ের দিকে মনোযোগ”, T20 বিশ্বকাপের আগে খেলোয়াড়দের সতর্ক করলেন গম্ভীর

Published on:

Published on:

Gautam Gambhir warns players ahead of T20 World Cup.
Follow

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) দলের মনোভাব এবং চিন্তাভাবনা সম্পর্কে এবার একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন। ২০২৬ সালের T20 বিশ্বকাপের প্রস্তুতির মাঝে, গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন যে, “এখন আর কোনও অজুহাত নেই, কেবল ফলাফলই গুরুত্বপূর্ণ।” মূলত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজ জয়ের পর এবং দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সিরিজের আগে, BCCI গম্ভীরের এক্সক্লুসিভ ইন্টারভিউ একটি টিজার প্রকাশ করেছে।

নিজের মনোভাব ব্যক্ত করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir):

ওই ভিডিওতে, গম্ভীরকে (Gautam Gambhir) তাঁর পুরনো “ফাইটার মুড”-এ দেখা গিয়েছে। যেখানে তিনি সততা, জবাবদিহিতা এবং প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন। গম্ভীর স্পষ্টভাবে জানিয়েছেন, “আমরা একটি দেশ এবং ব্যক্তি হিসেবে কখনোই পরাজয় উদযাপন করতে চাই না।” তাঁর এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। কারণ গম্ভীর প্রথম থেকেই তাঁর কঠোর এবং নিরপেক্ষ মনোভাব তথা দলের জন্য লড়াকু মনোভাবের প্রমাণ দিয়েছেন।

কী জানিয়েছেন গম্ভীর: গম্ভীর (Gautam Gambhir) খেলোয়াড়দের উন্নয়ন এবং নেতৃত্বের বিষয়ে তাঁর নিজস্ব দর্শন নিয়েও আলোচনা করেছেন। তিনি বলেন, খেলোয়াড়দের চাপে রাখলে তারা আরও শক্তিশালী হয়। শুভমান গিলকে টেস্ট অধিনায়ক করাও এই চিন্তাভাবনার অংশ ছিল: তাকে গভীরে নিক্ষেপ করো। যাতে সে নিজের শক্তি চিনতে পারে।

আরও পড়ুন: আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি! মহিলার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ভারতের IPL তারকার

স্বচ্ছ এবং সৎ ড্রেসিং রুম: গম্ভীর (Gautam Gambhir) জানান যে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে এখন খোলামেলা এবং স্বচ্ছতার সংস্কৃতি রয়েছে। এটা খুবই সৎ ড্রেসিং রুম। এখানে কেউ কিছু লুকোয় না। সবকিছুই স্পষ্টভাবে বলা হয়।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে টেস্ট ম্যাচ! কবে কলকাতায় আসবে টিম ইন্ডিয়া?

ফিটনেস এবং প্রস্তুতির ওপর মনোযোগ: এদিকে, গম্ভীর (Gautam Gambhir) স্বীকার করেছেন যে, দলটি এখনও তাঁর লক্ষ্যমাত্রার স্তরে পৌঁছয়নি। তবে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে আগামী ৩ মাসের মধ্যে দলটি শীর্ষে থাকবে। গম্ভীরের মতে, “T20 বিশ্বকাপের আগে আমাদের হাতে সময় আছে। ফিটনেস এবং মনোযোগ আমাদের সেই স্থানে নিয়ে যাবে যেখানে আমরা থাকতে চাই।”