বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এদিকে, দলের হেড কোচ হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমানে টিম ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কা সফরে পৌঁছেছেন গম্ভীর।
ভারতের (India National Cricket Team) হেড কোচ হিসেবে কাজ শুরু গম্ভীরের:
এমতাবস্থায়, ভারতের (India National Cricket Team) খেলোয়াড়রা গত মঙ্গলবার পাল্লেকেলেতে প্রথম প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করেছিলেন। আর সেখানেই গম্ভীর তাঁর কোচিংয়ের মাধ্যমে সবার মন জয় করেছেন বলে জানা গিয়েছে। মূলত, হেড কোচ হিসেবে প্রথম প্র্যাকটিস সেশনে গম্ভীর দলের সাথে ঠিক কেমন ভাবে মিশেছেন সেই রিপোর্ট সামনে এসেছে। যেটি অনুযায়ী জানা গিয়েছে গম্ভীর দলের চারজন খেলোয়াড়ের সাথে বেশি সময় কাটিয়েছেন।
Team India’s new beginnin- @ArohiThatte gives us some insight into #MenInBlue‘s day 1️⃣ training session #SonySportsNetwork #SLvIND #TeamIndia pic.twitter.com/eI0PViYgEq
— Sony Sports Network (@SonySportsNetwk) July 24, 2024
কি জানা গিয়েছে: এই প্রসঙ্গে সোনি স্পোর্টসের রিপোর্টার তাঁর ভিডিওতে জানিয়েছেন যে, গম্ভীরের আগমনের পরে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) পরিবেশে খুশির আমেজ বজায় রয়েছে। পাশাপাশি, প্র্যাকটিস সেশনে খেলোয়াড়েরাও ঘাম ঝরিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, “টিম ইন্ডিয়া যখন অনুশীলনে এসেছিল, তখন পরিবেশ বেশ হালকা ছিল। সব খেলোয়াড়ই হাসি-ঠাট্টার মেজাজে ছিলেন। এরপর টিম ইন্ডিয়া শুরু করে হাই-ইনটেনসিটি ট্রেনিং।” রিপোর্ট অনুযায়ী, ফিল্ডারদের প্রত্যেক ধরণের ক্যাচ ধরার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল এবং ব্যাটাররাও কঠোর অনুশীলন করেন।
আরও পড়ুন: “বাংলায় শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে”, মমতার কথায় চটে লাল বাংলাদেশ! নেওয়া হল বিরাট অ্যাকশন
এই খেলোয়াড়েরা পাবেন “ইনসাফ”: জানা গিয়েছে যে, প্র্যাকটিস সেশন চলাকালীন গম্ভীর টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্রতিটি ক্রিয়াকলাপের ওপর কঠোর নজর রেখেছিলেন এবং প্রতিটি খেলোয়াড়ের সাথে কথা বলেন। নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন গম্ভীর। এর পাশাপাশি তিনি রিঙ্কু সিং থেকে শুরু করে সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়ালের সাথেও দীর্ঘক্ষণ কথা বলেছেন।
আরও পড়ুন: হার্দিক না পসন্দ! গোটা দল সূর্যকেই চেয়েছিল অধিনায়ক, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
যশস্বীকে ব্যাটিং টিপসও দিতে দেখা যায় গম্ভীরকে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে অনুরাগীদের মত অনুযায়ী এই তিন খেলোয়াড় রীতিমতো অবিচারের সম্মুখীন হয়েছেন। ভালো পারফরম্যান্স করা সত্বেও, এই তিনজন খেলোয়াড়কে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্রথম একাদশের বাইরে রাখা হয়। তবে, এখন হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের আগমনের পর তাঁদের প্রতিভার প্রতি সুবিচার হবে বলেই অনুমান করছেন সবাই।