বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অশ্বমেধের ঘোড়া রুখে দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়ার সামনে 176 রানের বড় লক্ষ্য রাখলেও ম্যাচ জিতে নিতে পারেনি পাকিস্তান। ওয়ার্নারের 49 এবং স্টয়নিস-ওয়েডের দুরন্ত ব্যাটিংয়ে এক ওভার বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে এমন একটি ঘটনা ঘটে যা ছিল খেলোয়াড়ি মানসিকতার একেবারেই পরিপন্থী।
আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে অষ্টম ওভারে বল করতে এসেছিলেন মোহাম্মদ হাফিজ। ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার, ওভারের প্রথম বলটি করার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হাফিজ। ফলত বলটি দুটি ড্রপ খেয়ে ওয়ার্নারের ব্যাটে পৌঁছায়, এসব ক্ষেত্রে সাধারণত এই বলটিকে ছেড়ে দেন ব্যাটসম্যানরা এবং আম্পায়ারের পক্ষ থেকে ডেড বল ঘোষণা করা হয়। কিন্তু বৃহস্পতিবার ডেভিড তা করেননি বরং সেই বলটিকে ছয় মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন তিনি। যার ফলে আম্পায়ার নো বল দিতে বাধ্য হন। এক্ষেত্রে ক্রিকেটের কোন আইন ডেভিড ভাঙেননি ঠিকই তবে খেলোয়াড়ী মানসিকতার পরিচয়ও তিনি দেননি, আর সেই কারণে অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
What an absolutely pathetic display of spirit of the game by Warner! #Shameful What say @ashwinravi99? pic.twitter.com/wVrssqOENW
— Gautam Gambhir (@GautamGambhir) November 11, 2021
এই ম্যাচের পরে এ নিয়ে মুখ খোলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। একটি টুইটে তিনি লেখেন, “খেলোয়াড়ী মানসিকতার এক লজ্জাজনক দৃষ্টান্ত প্রদর্শন করলেন ওয়ার্নার! #লজ্জাজনক রবীচন্দ্রন অশ্বিন কি বলেন?” প্রসঙ্গত উল্লেখ্য, রবীচন্দ্রন অশ্বিন আইপিএলে মানকাটিং করে আউট করেছিলেন জস বাটলারকে। সে সময়ও খেলোয়াড়ী মানসিকতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। কিন্তু গম্ভীরের এই টুইটে রবীচন্দ্রন অশ্বিনকে টেনে আনায় শুরু হয় বিতর্ক। অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার লালর লেখেন, “গৌতম বিষয়টিকে ভুল দিক থেকে দেখছেন।”
https://twitter.com/ashwinravi99/status/1459022833351155713?t=JW3TrQoP4nnnQ18rgrcFYA&s=19
রবীচন্দ্রন অশ্বিন কিন্তু বিষয়টিকে মোটেই এভাবে দেখেননি। বরং এর উত্তর দিতে গিয়ে তিনি লেখেন, “ওর বক্তব্য হলো, যদি এটা ঠিক হয় তাহলে ওটাও ঠিক ছিল আর যদি এটা ভুল হয় তাহলে ওটাও ভুল ছিল। সঠিক বিচার?” প্রসঙ্গত উল্লেখ্য অন্য একটি টুইটে ওয়ার্নারের শটের প্রশংসাও করেছেন রবীচন্দ্রন অশ্বিন। তিনি লেখেন “সত্যিই, এটা ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত হিট ছিল। দুরন্ত শট’।”