বাংলাহান্ট ডেস্কঃ তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছিল রোজভ্যালি (Rose Valley) কর্ণধার গৌতম কুণ্ডর (Goutam Kundu) ল্যাপটপ ও মোবাইল। ২০১৩ সালে রোজভ্যালি কান্ডের তদন্তে নেমেছিল ED। তখনকার বাজেয়াপ্ত করা ল্যাপটপ ও মোবাইল উধাও খোদ ED-র হেফাজত থেকেই।
তদন্তের স্বার্থে ২০১৩ সালে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর ল্যাপটপ, মোবাইল, নথি সবকিছুই। এরপর ২০১৪ সালের মে মাসে তদন্তের দায়িত্ব পরে CBI-র উপর।
বর্তমানে সেই তদন্তের প্রয়োজনেই পূর্বে বাজেয়াপ্ত করা গৌতম কুণ্ডর ল্যাপটপ ও মোবাইল ED-র কাছ থেকে চেয়ে চিঠি পাঠায় CBI। কিন্তু ED-র হেফাজত থেকেই উধাও হয়ে গিয়েছে সেই তথ্য।
এখনও সেই ল্যাপটপ ও মোবাইলের কোন হদিশ দিতে পারেনি ED। তাদের হেফাজত থেকেই উধাও গুরুত্বপূর্ণ নথি। কিভাবে হারিয়ে গেল এই গুরুত্বপূর্ণ নথি এবং কোথায়ই বা গেল? এবিষয়ে এখন জেরা শুরু করেছে CBI। ED-র তত্কালীন ৩ তদন্তকারী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই কেসের ক্ষেত্রে বাজেয়াপ্ত করা ল্যাপটপ ও মোবাইল খুবই গুরুত্বপূর্ণ তথ্য।