বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে শতরান করে ভারতকে লড়াইয়ে রেখেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশভ পন্থ। এই দুর্দান্ত ইনিংসের কারণে লিটল মাস্টার সুনীল গাভাস্কার যিনি গত ম্যাচে তার কড়া সমালোচনা করেছিলেন, তিনি এই ইনিংসের পর তার প্রশংসা করতে বাধ্য হন। নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টের তৃতীয় দিনে কঠিন পরিস্থিতিতে কেরিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি করেন পন্থ। তিনি ১৩৯ বলে ৬ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ১০০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
ভারতীয় দলের ৮ জন ব্যাটসম্যানের ব্যক্তিগত স্কোর যখন দুই অঙ্কতে পৌঁছতে পারেননি তখন এমন কঠিন পরিস্থিতিতে শতরান করলেন রিশভ পন্থ। তার ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের লক্ষ্য দিতে পারে ভারত। রিশভের ব্যাটিং দেখে ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার তার প্রশংসা করতে বাধ্য হন। ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, ‘আমার চোখের সামনে ভারতীয় খেলোয়াড়ের খেলতে দেখা এটি অন্যতম সেরা ইনিংস এটি।’
অথচ গত ম্যাচেই বাজে শট সিলেকশনের জন্য পন্থের সমালোচনা করেছিলেন ভারতীয় কিংবদন্তি। কিন্তু আজ তাকে সেঞ্চুরি করতে দেখে সুনীল গাভাস্কার তার প্রশংসা করতে বাধ্য হন। যে আগ্রাসী ক্রিকেট পন্থ খেলেছেন তা দেখে বেজায় খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও। এখনও অবধি ভারত যে লড়াই চালিয়ে যাচ্ছে তার মূল কারণ পন্থ।
আগের দুটি ম্যাচে, বিশেষ করে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রিশভ পন্থ ফ্লপ ছিলেন। এই ম্যাচের উভয় ইনিংসেই যথাক্রমে ১৭ ও শূন্য রান করেছিলেন। এই ম্যাচে সমালোচকদের জবাব দিলেন। ভারতের দেওয়া ২১২ রানের টার্গেট তারা করতে নেমে দুটি উইকেট খুইয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০১। একটি করে উইকেট পেয়েছেন শামি ও বুমরা।