বক্সার থেকে অসমের DSP হলেন লাভলিনা, জানালেন নিজের ভবিষ্যতের পরিকল্পনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় বক্সার লাভলিনা বোরগোহাই গত বছর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ইতিহাস তৈরি করেছিলেন। কারণ লাভলিনা অলিম্পিকে পদক জেতার সাথে সাথে প্রথম অসমীয়া খেলোয়াড় হয়ে ওঠেন যিনি অলিম্পিকে পদক জয় করেন। এখন বুধবার, তাকে আসাম পুলিশে ট্রেইনি ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ করা হয়েছে।

এরইমধ্যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার ওপর আস্থা প্রকাশ করে বলেছেন যে আগামী সময়ে, লাভলিনা ভারতীয় পুলিশ পরিষেবা (আইপিএস) এর একটি অংশ হবেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন, “গত বছর টোকিও অলিম্পিকে বক্সিংয়ে লাভলিনার ব্রোঞ্জ পদক ছিল আমাদের রাজ্যের খেলাধুলার ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির মধ্যে একটি৷ লাভলিনার বর্তমান বয়স অনুযায়ী তিনি প্রথমে আসাম পুলিশ সার্ভিস (এপিএস) এবং পরে আইপিএস ক্যাডারের শীর্ষ পদে পৌঁছাবার যোগ্যতা রাখেন।

শর্মা বলেন, “আমরা সবচেয়ে মেধাবী অফিসারদের আইপিএস ক্যাডার দেওয়ার চেষ্টা করছি। মাসিক বেতনের পাশাপাশি লভলিনাকে প্রশিক্ষণের খরচ বাবদ প্রতি মাসে অতিরিক্ত এক লক্ষ টাকা দেওয়া হবে। লাভলিনা যদি পাঞ্জাবের পাতিয়ালায় তার প্রশিক্ষণ চালিয়ে যাওয়া কঠিন মনে করেন তবে রাজ্য সরকার তার জন্য গুয়াহাটিতে আন্তর্জাতিক স্তরের কোচ এনে দেওয়ার কথা বিবেচনা করে দেখতে পারে।” তিনি আরও বলেছেন যে তিনি শীঘ্রই গুয়াহাটিতে একটি রাস্তার নাম লাভলিনার নামে রাখবেন।

এই উপলক্ষে, লাভলিনা, আবেগপ্রবণ হয়ে, পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান এবং বলেন যে তিনি রাষ্ট্রের সম্মান বাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। লাভলিনা বলেন, ‘আসাম পুলিশে যোগদান করায় এটি আমার জন্য একটি স্মরণীয় দিন। বক্সিং রিংয়ে আমি আমার সেরাটা দিয়ে। একইরকম ভাবে, আমি আমার রাজ্য এবং এখানকার জনগণকে আরও সম্মান এনে দেওয়ার চেষ্টা করবো।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর