ইডেনে মাত্র তিনদিনেই ম্যাচে ফলাফল করে দেয় বিরাট কোহলির ভারত। বাংলাদেশ কে ইনিংস এবং 46 রানে হারিয়ে মাত্র তিন দিনেই পিঙ্ক বলের টেষ্টের ফয়সালা করে দেয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এই ম্যাচে জয়ের ব্যাপারে বিরাট বলেন অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলিই ভারতে এই জয়ের সংস্কৃতি আনেন। দাদাই প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে বিশ্ব ক্রিকেটে আধিপত্য প্রতিষ্ঠা করেন আমরা শুধু সেই ধারা বহন করে চলেছি।
আর এই ভাবে সৌরভ গাঙ্গুলির প্রশংসা করায় ভারত অধিনায়ক বিরাট কোহলির উপর খুব চটেছেন প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। এইদিন বিরাট কোহলি কে আক্রমণ করে সুনীল গাভাস্কার বলেন এই মুহূর্তে বিসিসিআই প্রেসিডেন্ট পদে রয়েছেন সৌরভ গাঙ্গুলি, আর সেই জন্যই কি বিরাটের মুখে সৌরভ গাঙ্গুলির এত প্রশংসা শোনা যাচ্ছে।
এইদিন ম্যাচের পর্যালোচনা করতে গিয়ে সুনীল গাভাস্কার বলেন এই জয় সত্যিই প্রশংসনীয়, বিরাটের নেতৃত্বে ভারতীয় দল এখন খুবই সুন্দর ছন্দে রয়েছে। কিন্তু এই জয়ের পরে বিরাট কোহলি হঠাৎই সৌরভ গাঙ্গুলির প্রশংসা করেন, এটা কি দাদা এখন বিসিসিআই প্রেসিডেন্ট পদে রয়েছেন তাই জন্য? তিনি আরও বলেন, গাভাস্কারের কথায় সত্তর- আশির দশকেও ভারতীয় দল এইভাবে ম্যাচ জিততো। কিন্তু সেই সময় বিরাটের জন্মও হয় নি তাই তিনি জানেন না।