বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েলের পাল্টা হামলায় জঙ্গি সংগঠন হামাসের গাজা সিটি কম্যান্ডার মারা গিয়েছে। হামাস এই খবরের সত্যতা স্বীকারও করেছে। শোনা যাচ্ছে যে, ২০১৪-র গাজা যুদ্ধের পর বুধবার ইজরায়েলের হামলায় মারা বাসেম ইসা হামাসের এখনও পর্যন্ত সবথেকে বড় কম্যান্ডার ছিল। এছাড়াও ইজরায়েলের হামলায় গাজায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হয়েছে। জানা গিয়েছে যে, এদের মধ্যে ১৩ টি বাচ্চা আর তিনজন মহিলা ছিল। আর ৩০০ জন আহতও হয়েছে বলে জানা গিয়েছে।
This is not Star Wars. This is real life. Video you’re seeing is barrage of rockets just fired at #TelAviv from #Gaza and the #IronDome intercepting them (at least most of them). This is real life! #IsraelUnderAttack pic.twitter.com/78BbgCrbcU
— Arsen Ostrovsky (@Ostrov_A) May 11, 2021
একটি বয়ান জারি করে হামাস জানিয়েছে যে, দুই দিন ধরে জারি এই লড়াইয়ে ইসা আমাদের কয়েকজন সঙ্গীর সঙ্গে মারা গিয়েছে। এর আগে ইজরায়েলও জানিয়েছিল যে, আমাদের এয়ার স্ট্রাইকে ইসা আর হামাদের অন্যান্য জঙ্গিরা মারা গিয়েছে।
ইজরায়েলের হাওয়াই হামলার পর হামাস এখনও পর্যন্ত সবথেকে বড় হামলা করেছে আর একের পর ১৩০ টি রকেট দিয়ে ইজরায়েলের রাজধানী তেল আবিব এবং অন্য জায়গায় হামলা চালিয়েছে। হামাসের এই হামলায় একজন ভারতীয়রও মৃত্যু হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, যারা ইজরায়েলের উপর আঘাত হানবে, তাঁদের কাউকে ছাড়া হবে না।