সোশ‍্যাল মিডিয়ায় নগ্ন হয়ে লাইভ! রাজ কুন্দ্রাকে সমর্থন করতে সীমা ছাড়ালেন গেহানা বশিষ্ঠ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রা (raj kundra) গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক বিষ্ফোরক তথ‍্য প্রকাশ‍্যে আসছে। তাঁর বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন একাধিক মডেল অভিনেত্রী। এদিকে সবার বিপরীতে গিয়ে রাজকে সমর্থন করেছেন মডেল অভিনেত্রী গেহানা বশিষ্ঠ (gehana vasisht)। কথায় বলে রতনে রতন চেনে। গেহানার বক্তব‍্য, তিনি ও রাজ একই অভিযোগে অভিযুক্ত। কিন্তু তাঁরা যেটা বানিয়েছেন সেটাকে ‘এরোটিকা’ বলে। পর্ন ও এরোটিকার মধ‍্যে গুলিয়ে ফেলা উচিত না। রাজের সঙ্গে তিনি কাজ করেছিলেন বলেও দাবি করেন গেহানা।

এবার রাজকে সমর্থন করতে মডেল অভিনেত্রী যা করলেন তাতে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। রাজের সমর্থনে এর আগেও লাইভে ক্ষোভ উগরে দিয়েছিলেন গেহানা। কিন্তু এবারে যেন সমস্ত সীমাই পেরিয়ে গেলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল থেকে লাইভে এলেন গেহানা, তাও আবার সম্পূর্ণ নগ্ন নয়। তিনি লাইভে প্রকাশ‍্যেই স্বীকার করেন, এক টুকরোও কাপড় নেই তাঁর শরীরে। তিনি প্রশ্ন করেন, এটা কি পর্ন ভিডিও বলে মনে হচ্ছে?


গেহানার অভিযোগ, তিনি যখন সম্পূর্ণ নগ্ন হয়ে বসে রয়েছেন তখন কিন্তু তাঁকে কেউ কটাক্ষ করছেন না। কিন্তু অন‍্যান‍্য ফটোশুটে যখন কাপড় পরেই ক‍্যামেরার সামনে বসেন তিনি তখন তাঁকে পর্ন ছবির অভিনেত্রী বলা হয়। এটা কি ভণ্ডামি নয়? প্রশ্ন গেহানার। লাইভ ভিডিওটি এখনো পর্যন্ত ২ লক্ষের কাছাকাছি মানুষ দেখেছেন। লাইভে এসে ফলোয়ারদের সঙ্গে কথাও বলেছেন গেহানা।

https://www.instagram.com/tv/CSBQVJJKdGS/?utm_medium=copy_link

চলতি বছরেই পর্ন ছবির শুটিংয়ের জন‍্য গ্রেফতার হয়েছিলেন গেহানা। জামিনে ছাড়া পেয়ে নিজের গ্রেফতারির প্রসঙ্গ তুলে এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে গেহানা বলেন, তিনি কোনো পর্ন ভিডিও বানাননি। তিনি যেটা বানিয়েছিলেন তাকে ‘এরোটিকা’ বলে।

উপরন্তু যেদিন শুটিং সেটে পুলিস হানা দেয় সেদিন তিনি সেখানে উপস্থিতও ছিলেন না। তা সত্ত্বেও কোনো কারণ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়। আজ পর্যন্ত এই গ্রেফতারির কারণ খুঁজে পাননি গেহানা। তাঁর দাবি, তিনি যা করেছেন শাহরুখ খান থেকে দীপিকা পাডুকোনও সেটাই করেন।

সম্পর্কিত খবর

X