বাংলাহান্ট ডেস্ক : এখন অনেকেই পড়াশোনা চালানোর পাশাপাশি শুরু করে দেন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি। সরকারি চাকরির পরীক্ষায় সফলতার জন্য দরকার হয় মেধা ও অধ্যাবসার। তাই অনেকেই ভর্তি হন বিভিন্ন কোচিং সেন্টারে। কিন্তু যাদের সামর্থ্য নেই তারা বাড়িতেই পড়াশোনা করেন। বিভিন্ন বই ও ইউটিউব দেখে বর্তমান প্রজন্মের অনেকে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
তাদের জন্য আমরা এক অভিনব প্রতিবেদন শুরু করেছি। আজকাল বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভাইরাল হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। চাকরির পরীক্ষা ও ইন্টারভিউ রাউন্ডে এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরা হয় চাকরিপ্রার্থীদের। তাই এইসব প্রশ্নের উত্তর জেনে রাখা অবশ্যই দরকার। আজও তেমন কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব আমরা।
1. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ প্রমথ চৌধুরী
2. রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
3. ‘ধূসর পান্ডুলিপি’ কাব্য গ্রন্থের রচয়িতা কে ?
উঃ জীবনানন্দ দাশ
4. ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?
উঃ Sarojini Naidu
5. গ্রিসের রাজধানীর নাম কি ?
উঃ এথেন্স
আরোও পড়ুন : জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, চার বছরের সন্তান সহ শিক্ষককে কুপিয়ে খুন! অবশেষে খুনিকে মৃত্যুদণ্ড আদালতে
6. ভারতের উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর ?
উঃ ৫ বছর
7. ICJ কোথায় অবস্থিত ?
উঃ নেদারল্যান্ড
8. হুতুম পেঁচা কার ছদ্মনাম ?
উঃ কালীপ্রসন্ন সিংহ
9. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
উঃ রেটিনাল
10. কোথায় আপনি নিজেই বাল্ব পরিবর্তন করতে পারবেন না?
উঃ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে, আপনি নিজে আপনার বাড়ির বাল্ব পরিবর্তন করতে পারবেন না, এর জন্য আপনাকে লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে।
11. মোবাইল কার দ্বারা উদ্ভাবিত হয়েছিল?
উঃ মার্টিন কুপার আবিষ্কার করেছিলেন।
12. আপনি কি জানেন ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি?
উঃ ভারতের সবচেয়ে ধনী রাজ্য হল মহারাষ্ট্র
13. শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শরীরের কোন অংশের বৃদ্ধি হয় না?
উ: চোখ
14. মহাভারতের রচয়িতা কে?
উ: মহাভারত বেদ ব্যাসের লেখা।
15. পৃথিবীর একমাত্র দেশ কোনটি যেখানে দুটি বিয়ে করা বাধ্যতামূলক?
উ: আফ্রিকা মহাদেশে অবস্থিত ইরিত্রিয়া দেশে দুটি বিয়ে করা বাধ্যতামূলক।