বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলির উপর নজরদারির ক্ষেত্রে আরও এক ধাপ এগোল নবান্ন (নবান্ন)। এবার থেকে রাজ্য সরকারের সব সরকারি নির্মাণ প্রকল্পে যুক্ত হচ্ছে ‘জিয়ো ট্যাগিং’ ব্যবস্থা। সম্প্রতি অর্থ দপ্তরের তরফে এই মর্মে জারি হয়েছে একটি নতুন বিজ্ঞপ্তি। প্রশাসনিক মহলের দাবি, এই পদক্ষেপের ফলে প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও নির্ভুল ও স্বচ্ছ নজরদারি সম্ভব হবে।
ইউপিএমএস থেকে জিয়ো ট্যাগিং চালু করল নবান্ন (Nabanna)
এর আগে রাজ্যের সরকারি প্রকল্পগুলির অগ্রগতি 0⁰0পর্যবেক্ষণের জন্য অর্থ দপ্তর চালু করেছিল ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (UPMS) নামের একটি বিশেষ পোর্টাল। গত দুই বছরেরও বেশি সময় ধরে সমস্ত দপ্তরকে তাদের নির্মীয়মাণ প্রকল্পগুলির তথ্য সেই পোর্টালে আপলোড করতে হয়। প্রকল্পের সূচনা থেকে শেষ পর্যায় পর্যন্ত কাজ কত দূর এগিয়েছে, তা রিয়্যাল-টাইমে দেখা যায় এই প্ল্যাটফর্মে।
আরও নিখুঁত নজরদারির জন্য নতুন প্রযুক্তি
নতুন জিয়ো ট্যাগিং ব্যবস্থার মাধ্যমে এখন প্রতিটি প্রকল্পের সঙ্গে যুক্ত ছবি বা ভিডিয়ো ক্লিপে স্বয়ংক্রিয় ভাবে স্থানাঙ্ক, সময় ও তারিখ যুক্ত থাকবে। ফলে আপলোড করা ছবি বা ভিডিয়ো প্রকল্পের আসল স্থানের এবং সময়ের সঙ্গে মিলছে কি না, তা সহজেই যাচাই করা যাবে। প্রশাসনের মতে, এর ফলে প্রকল্পের বাস্তব অবস্থার সঙ্গে অনলাইনে দেওয়া তথ্যের সঠিকতা যাচাই আরও সহজ হবে।
অর্থ দপ্তরের আধিকারিকদের একাংশ জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলিতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি করা। কোনও দপ্তর যাতে কাজ না করেও প্রকল্পের অর্থ ফেলে না রাখে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নবান্নের (Nabanna)। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ এগোয়নি দেখলেই অর্থ দপ্তর সেই বরাদ্দ অর্থ ফেরত নিয়ে নেবে।

আরও পড়ুনঃ SSC নিয়ে ফের মামলা! চাকরিপ্রার্থীরা অভিজ্ঞতার ১০ নম্বর পাবে কি? স্পষ্ট জানালো আদালত
প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, জিয়ো ট্যাগিংয়ের মাধ্যমে এখন সরকারি প্রকল্পগুলির গুণমান ও বাস্তব অগ্রগতির একটি নির্ভুল ও আপডেটেড চিত্র পাওয়া সম্ভব হবে। এতে শুধু বিলম্ব বা অনিয়ম নয়, দুর্নীতির সম্ভাবনাও অনেকটাই রোধ করা যাবে। নবান্নের (নবান্ন) দাবি, এই নতুন প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে সরকারি প্রকল্পের তদারকি ব্যবস্থায় এক নতুন স্বচ্ছতার যুগের সূচনা ঘটল।












