এক দিনেই হাতে পাবেন প্যান কার্ড, খরচ মাত্র 66 টাকা, জানুন পদ্ধতি

বাংলা হান্ট ডেস্ক :একজন ব্যক্তির ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ডের মতো প্যান কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ৷ বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যে কোনও সরকারি কাজে ব্যক্তির কাছ থেকে প্যান কার্ড নম্বর চাওয়া হয়৷ এ ছাড়াও ব্যাঙ্কে বেশি টাকার আর্থিক লেনদেনের জন্য এখন ভারতীয় আয়কর বিভাগের দেওয়া প্যান কার্ড নম্বর বাধ্যতামূলক করা হয়৷  এখন প্যান কার্ড বানাতে গেলেই বেশ কিছু দিন সময় লাগে৷PAN Card 1572953366

শুধুমাত্র ফর্ম পূরণ করে ডকুমেন্টস জমা দিলেই হয় না আয়কর বিভাগের তরফ থেকে প্রসেসিং হতে তার সময় লাগে কমপক্ষে পনেরো দিন৷ কিন্তু বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে আর দেরি নয় এবার হাতে হাতে পাবেন প্যান কার্ড৷ দিনের দিন বানাতে পারবেন প্যান কার্ড এবং চট জলদি ই প্যান কার্ড পেতে পারবেন আপনিও৷ ই প্যান কার্ড আসলে ডিজিটাল প্যান কার্ড যা আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন৷

এর জন্য প্রয়োজন শুধুমাত্র আধার নম্বর এবং ব্যক্তির স্বাক্ষর৷ তবে আবেদন করার সময় যদি আপনি হার্ড কপি প্যান কার্ড কিংবা প্যান কার্ড বানাতে চান সে ক্ষেত্রে নির্বাচনের সুযোগ পাবেন৷ অর্থাত্ ই প্যান কার্ডের সঙ্গে হার্ড কপি নেওয়াও যাবে৷ দুটো ক্ষেত্রে খরচ একটু আলাদা, ই প্যান কার্ডের সঙ্গে হার্ড কপি নিতে গেলে খরচ হবে 107 টাকা এবং শুধুমাত্র ই প্যান কার্ড নিতে গেলে খরচ হবে মাত্র 66 টাকা৷

ই প্যান কার্ড হাতে পেতে গেলে কী করতে হবে জেনে নিন? প্রথমে প্যান কার্ডের জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://www.pan.utiitsl.com/pan/newA.do. তে গিয়ে ই প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে৷ 49 এ ফর্ম পূরণ করতে হবে এর পর ডিজিটাল মোড সিলেক্ট করে আবেদনকারীকে শুধুমাত্র আধার এবং সই আপলোড করতে হবে৷ গ্রাহককে নির্দিষ্ট মোবাইল নম্বর দিতে হবে যেখানে একটি ওটিপি আসবে৷ তার পর ফর্মে গিয়ে ছবি আপলোড করে প্রিন্ট করে নিলেই ই প্যান কার্ড বেরিয়ে আসবে৷

আর যদি হার্ড কপি পেতে চান তা হলে কিছু দিন অপেক্ষা করতে হবে৷ অনেক সরকারি ক্ষেত্রে দুই তিন দিন সময়ের মধ্যে প্যান কার্ড জমা দিতে বলা হয় সে ক্ষেত্রে ই প্যান কার্ড বিশেষ কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে৷


সম্পর্কিত খবর