বাংলা হান্ট ডেস্ক: অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন KKR (Kolkata Knight Riders)-এর তারকা খেলোয়াড় রিঙ্কু সিং (Rinku Singh)। গত বছরের IPL-এ গুজরাত টাইটান্সের সাথে খেলার সময়ে একদম শেষ ওভারে পরপর পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন তিনি। আর তারপরেই রাতারাতি নায়ক হয়ে যান রিঙ্কু। শুধু তাই নয়, তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে তিনি সুযোগ পেয়ে যান জাতীয় দলেও। এমতাবস্থায়, বর্তমানে তিনি একজন সেরা ফিনিশার হিসেবে বিবেচিত হচ্ছেন।
তবে এবার, রিঙ্কুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে বড়সড় মন্তব্য করলেন কিং খান। এমনিতেই, শাহরুখের সাথে রিঙ্কুর “বিশেষ সম্পর্ক” রয়েছে তা সবাই জানে। বলিউডের বাদশা অত্যন্ত পছন্দ করেন এই খেলোয়াড়কে। কলকাতার খেলা দেখতে এলেই রিঙ্কুর সাথে কিছুটা হলেও সময় কাটান তিনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অত্যন্ত হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা রিঙ্কুর এই উত্তরণের কাহিনি সবাইকে উদ্বুদ্ধ করে।
এমতাবস্থায়, KKR-এর মালিক শাহরুখ খান চান আসন্ন T20 বিশ্বকাপের দলে যেন সুযোগ পান রিঙ্কু। এদিকে, T20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে চলেছে ভারত। সেখানে, রিঙ্কুর নাম থাকতে পারে বলেও মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ফাইনাল জেতার আশা শেষ মোহনবাগানের? চার ম্যাচ নির্বাসিত তারকা খেলোয়াড়, মাথায় হাত সমর্থকদের
BCCI-র কাছে আবেদন জানালেন স্বয়ং শাহরুখ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, BCCI-এর নির্বাচকরা মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসবেন। সেখানে দল নির্বাচনের বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। তার আগেই রিঙ্কুর সুযোগ পাওয়ার বিষয়ে মুখ খুললেন শাহরুখ। একটি সাক্ষাৎকারে তিনি জানান, “দেশের হয়ে সব দারুণ ক্রিকেটার খেলছেন। আমি চাই T20 বিশ্বকাপের দলে রিঙ্কুর নামও থাকুক। এর পাশাপাশি আরও কিছু তরুণ ক্রিকেটার বিশ্বকাপে সুযোগ পাক এটা আমি চাইব। অনেকেই বিশ্বকাপ খেলার যোগ্য। তবে রিঙ্কু সুযোগ পেলে আমার দারুণ লাগবে।”
আরও পড়ুন: ম্যাচের পর ওড়িশার ফুটবলাররা মারতে গিয়েছিলেন মোহনবাগান অধিনায়ককে! উঠল বিস্ফোরক অভিযোগ
শাহরুখ আরও জানান, বিশ্বকাপের মঞ্চে রিঙ্কুরা যেন আনন্দ করে খেলতে পারে। তাদের খেলতে দেখলে শাহরুখের নিজেকে খেলোয়াড় বলে মনে হয়। এর পাশাপাশি, রিঙ্কু এবং নীতীশ রানার প্রসঙ্গ উপস্থাপিত করে শাহরুখ জানান, এদের মধ্যে তিনি নিজেকে দেখতে পান। তাই তাঁরা ভালো খেললে শাহরুখেরও আনন্দ হয়।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার