বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে মোদী সরকারের অন্যতম বিশেষ পদক্ষেপ ছিল অসমে এনআরসি চালু করা। যার জেরে ইতিমধ্যেই অসম থেকে নাগরিকত্ব হারিয়েছেন পুলিশ লক্ষর বেশি মানুষ, ভারতের এই ইস্যুকে কেন্দ্র করে সমস্ত বিদেশি সাংবাদিকরা খবর করার চেষ্টা করছে আর তাতেই বাধ সাধছে সরকার। তাই এ বার অসমের এনআরসি নিয়ে খবর করতে গেলে সাংবাদিকদের প্রয়োজন সরকারের বিশেষ অনুমতি।
সম্প্রতি গুয়াহাটির এক প্রবীণ সাংবাদিক রাজীব ভট্টাচার্যের আরটিআইয়ের উত্তরে এমনটাই জানা গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে সাতজন বিদেশি সাংবাদিক খবর কভার করতে চেয়েছিলেন তাঁদের আবেদন এখনও অবধি খতিয়ে দেখা হচ্ছে। তবে এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে প্রবীনতম সাংবাদিক রাজীব ভট্টাচার্য জানিয়েছেন বিদেশি মিডিয়ার ওপর বিধি নিষেধ আরোপ করার বিষয়ে তিনি খুব একটা অবাক হননি
একই সঙ্গে এই সব কিছু ভোটের পরিকল্পনা বলেও জানিয়েছেন তিনি। অসমে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর এবং জম্মু কাশ্মীরের উপর বিশেষ ধারা প্রত্যাহারের পর বিদেশ মন্ত্রকের তরফে সুরক্ষিত অঞ্চলগুলিতে যেসব বিদেশি সাংবাদিক যেতে চান তাঁদের বিশেষ অনুমতির প্রয়োজন বলে জানানো হয়। তাই এখনও অবধি যে সাতজন সাংবাদিক খবর কভার করার জন্য আবেদন জানিয়েছিলেন তাদের আবেদনপত্র এখনও অবধি খতিয়ে দেখা হচ্ছে।