UIDAI দিচ্ছে ৭৫ টাকায় ওয়াটারপ্রুফ আধার পিভিসি কার্ড, কীভাবে পাবেন? জানুন আবেদনের সহজ পদ্ধতি

Published on:

Published on:

Get Strong and Secure Aadhaar PVC Card Delivered to Your Doorstep
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar PVC Card) আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। সরকারি কাজ হোক বা ব্যক্তিগত প্রয়োজন, প্রায় সর্বত্রই আধার কার্ড দেখাতে হয়। কিন্তু সাধারণ কাগজের আধার কার্ড অনেক সময় ভিজে নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় কিংবা দীর্ঘদিন ব্যবহারে লেখা ও ছবি অস্পষ্ট হয়ে পড়ে। এই সমস্যার কথা মাথায় রেখেই সাধারণ মানুষের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ইউআইডিএআই (UIDAI)।

কী এই আধার পিভিসি কার্ড (Aadhaar PVC Card)?

UIDAI চালু করেছে আধার পিভিসি কার্ড (Aadhaar PVC Card)। এটি দেখতে একেবারে এটিএম বা প্যান কার্ডের মতো প্লাস্টিকের তৈরি। ফলে এটি অনেক বেশি মজবুত এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। কাগজের কার্ডের মতো সহজে নষ্ট হওয়ার আশঙ্কা নেই।

পিভিসি আধার কার্ডের সুবিধা

এই কার্ডটি (Aadhaar PVC Card) পুরোপুরি জল-প্রতিরোধী। তাই ভিজে যাওয়ার ভয় নেই। পাশাপাশি এতে রয়েছে কিউআর কোড (QR Code), হলোগ্রাম সহ একাধিক আধুনিক সুরক্ষা ব্যবস্থা, যা ডিজিটাল যাচাইয়ের ক্ষেত্রে খুবই কার্যকর। নিরাপত্তার দিক থেকেও এটি সাধারণ কাগজের আধার কার্ডের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য।

আধার পিভিসি কার্ড তৈরি করতে খরচ কত?

সবচেয়ে বড় সুবিধা হলো, এই কার্ড (Aadhaar PVC Card) পাওয়ার জন্য কোনো এজেন্ট বা সাইবার ক্যাফেতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করার দরকার নেই। UIDAI-এর তথ্য অনুযায়ী, মাত্র ৭৫ টাকা খরচ করলেই আধার পিভিসি কার্ড অর্ডার করা যায়। এই ৭৫ টাকার মধ্যেই জিএসটি এবং স্পিড পোস্টের ডেলিভারি চার্জ অন্তর্ভুক্ত থাকে। এর বাইরে আর কোনো অতিরিক্ত ফি দিতে হয় না।

অনলাইনে কীভাবে অর্ডার করবেন?

আপনি বাড়িতে বসেই স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করে এই কার্ড (Aadhaar PVC Card) অর্ডার করতে পারেন। অর্ডার করার প্রতিটি ধাপ নিম্নে উল্লেখ করে দেওয়া হল।

  1. প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজে থাকা “Order Aadhaar PVC Card” অপশনে ক্লিক করতে হবে।
  2. এরপর নতুন পেজে নিজের ১২ সংখ্যার আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি (VID) লিখতে হবে। সঙ্গে স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড দিয়ে “Send OTP” বাটনে ক্লিক করতে হবে।
  3. আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে ওটিপি আসবে, তা দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
  4. ভেরিফিকেশন শেষ হলে পেমেন্ট অপশন খুলবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ৭৫ টাকা পেমেন্ট করলে আপনার অর্ডারটি সম্পন্ন হবে।

পেমেন্ট সফল হলে একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর বা এসআরএন (SRN) পাওয়া যাবে, যা দিয়ে পরে অর্ডারের স্ট্যাটাস জানা যাবে।

Aadhaar Update easily change from home know the procedure

আরও পড়ুনঃ হাই কোর্টে আজ SSC মামলার ম্যারাথন শুনানি, ৩৫টি কেসে নজর চাকরিপ্রার্থীদের

কবে হাতে পাবেন কার্ড?

অর্ডার কনফার্ম হওয়ার পর UIDAI আধার পিভিসি কার্ড (Aadhaar PVC Card) প্রিন্ট করে ইএমএস স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেয়। সাধারণত আবেদন করার ৫ থেকে ১০টি কর্মদিবসের মধ্যেই এই কার্ড আবেদনকারীর দেওয়া ঠিকানায় পৌঁছে যায়।