বাংলা হান্ট ডেস্কঃ “আমার মেয়েকে খুঁজে দিন… আমার মেয়েকে ফিরিয়ে দিন”, বুধবার সাংসদ দেব (Dev) যখন ঘাটালের বীরসিংহ এলাকায় পৌঁছান, তখন তাঁর পায়ে পরে কাঁদতে কাঁদতে এমনই আকুতি জানালেন এক অসহায় মা। প্রায় ১৯ দিন ধরে নিখোঁজ তাঁর মেয়ে। পুলিশে অভিযোগ করেও এখনও কোনও খোঁজ মেলেনি বলে দাবি পরিবারের।
পরিবার সূত্রে খবর, খড়ার পৌর এলাকার বাসিন্দা ওই নাবালিকা গত ১১ জুলাই বিকেলে টিউশন পড়তে বেরিয়ে আর ফেরেনি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী সেই মেয়ে পড়াশোনায় বরাবরই ভালো, ক্লাসে প্রথম হত। কিন্তু সাম্প্রতিক সময়ে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তার। পরিবারের আশঙ্কা, সেই যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছে মেয়েটি।
দেবের (Dev) পায়ে পরে কেঁদে ফেলেন মা
মেয়ের নিখোঁজ হওয়ার দিনই ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেন বাবা-মা। কিন্তু এতদিনেও কোনও হদিস না মেলায় ক্রমেই অসহায় হয়ে পড়ছিলেন তাঁরা। বুধবার দেবের (Dev) ঘাটাল সফরের খবর পেয়েই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ছুটে যান বীরসিংহে। সেখানে সাংসদের সামনে পায়ে পরে কেঁদে ফেলেন মা। সাহায্যের আর্জি জানান বাবাও।
ঘটনার পরিপ্রেক্ষিতে সাংসদ দেব (Dev) পরিবারকে একটি মোবাইল নম্বর দেন এবং সন্ধ্যায় ফোনে যোগাযোগ করার পরামর্শ দেন। পাশাপাশি, তিনি আশ্বাস দেন, বিষয়টি নিয়ে পুলিশ-প্রশাসনের সঙ্গে দ্রুত কথা বলবেন। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ছেলেটির বাবা-মাকেও গ্রেফতার করা হয়েছে।” তবে এখনও পর্যন্ত নাবালিকার কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুনঃ চাঁদনি চকে মেট্রোতে আগুন! কামরার নিচ থেকে বেরোচ্ছে আগুনের ফুলকি, আতঙ্কে যাত্রীরা
একদিকে প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস মিললেও, নাবালিকার পরিবারের ক্ষোভ, এতদিন কেটে গেলেও এখনও মেয়ের কোনও খোঁজ মেলেনি। কোথায় গেল মেয়ে? আদৌ কি সে স্বেচ্ছায় গিয়েছে নাকি কোনও ষড়যন্ত্রের শিকার? প্রশ্ন উঠছে প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়েও।