বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে রাজনীতির অংশ হলেও, বিতর্ক থেকে বরাবর দূরে থেকেছেন ঘাটালেন বিদায়ী সাংসদ দেব (Dev)। সেই অর্থে কোনও দুর্নীতিতেও নাম জড়ায়নি তাঁর। তবে এবার ‘দেব গড়’ ঘাটালেই চাকরির বিনিময়ে টাকা তোলার অভিযোগ উঠল। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। সেখানে একজন স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে ঘাটালের একজন যুব তৃণমূল (TMC) নেতাকে কথা বলতে শোনা যাচ্ছে। বাংলা হান্ট সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
ঘাটাল (Ghatal) শহর যুব তৃণমূল কংগ্রেস যুব সভাপতির সঙ্গে ওই স্বর্ণ ব্যবসায়ীর কথোপকথনের ভাইরাল অডিওয় (Viral Audio), দেবের সাংসদ প্রতিনিধির নাম উঠে আসে। ওই যুব তৃণমূল নেতা বলেন, চাকরিরি বিনিময়ে দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না কোটি কোটি টাকা তুলেছেন। সেই সঙ্গেই তিনি দেনায় ডুবে আছেন বলেও দাবি করা হয়।
এখানেই শেষ নয়, ওই অডিওয় শোনা যায়, করোনাকালে সকল খরচাপাতি দিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ী একাধিক সামাজিক কাজ করেছেন। তবে নাম হয়েছে দেব এবং তাঁর সাংসদ প্রতিনিধির। ভোটের মুখে এমন অডিও ভাইরাল হওয়ায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে ঘাটাল জুড়ে। এই বিষয়ে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে ঘাটালের যুব নেতা সুদীপ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই ভাইরাল অডিওর সত্যতা স্বীকার করেননি।
আরও পড়ুনঃ সর্ষের মধ্যেই ভূত? সন্দেশখালির ‘স্টিং অপারেশন’ কে করেছে? তোলপাড় করা দাবি সুকান্তর!
সুদীপের দাবি, ওই অডিওয় কথোপকথন বিকৃত করে সাজানো হয়েছে। তবে ওই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির কথা হয়েছিল, তা একপ্রকার তৃণমূল নেতার কথা থেকেই পরিষ্কার। তিনি বলেন, ঘনিষ্ঠ সম্পর্ক থেকে কাউকে কিছু কথা বলা যেতেই পারে। কিন্তু সেটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো কারোর সঙ্গে ফোনে কোনও কথাই বলা যাবে না।
অন্যদিকে যে স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কথা বলেছেন বলে দাবি, সেই এসএস আলম বলেন, সুদীপ মণ্ডলের সঙ্গেই কথা হয়েছে তাঁর। তবে এখন যদি সুদীপ স্বীকার না করেন তাহলে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।
ওই স্বর্ণ ব্যবসায়ীর দাবি, করোনাকালে ঘাটাল দাসপুর অঞ্চলে বহু সামাজিক কাজ করেছেন তিনি। তবে নাম হয়েছে তৃণমূল সাংসদ দেব এবং তাঁর সাংসদ প্রতিনিধির। অন্যদিকে যে রামপদ মান্নাকে নিয়ে এত চর্চা, এখনও অবধি এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।