‘ভেবেছিলাম এবার ভোটে দাঁড়াব না, কিন্তু…’, ভোট প্রচারে বেরিয়ে একি বললেন দেব!

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রত্যাশা মতোই তৃণমূলের টিকিটে ঘাটাল কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন দীপক অধিকারী ওরফে দেব (Dev)। গত দু’বারের জয়ী সাংসদ তিনি। এবার জিতলে ‘হ্যাটট্রিক’ হবে তাঁর। তবে সেই দেবই এবার জানালেন, চব্বিশের লোকসভা ভোটে দাঁড়াতে চাননি তিনি! কেন তাহলে ফের প্রার্থী হলেন? সেকথাও ফাঁস করেছেন জোড়াফুল প্রার্থী।

ইতিমধ্যেই ভোট প্রচার শুরু করে দিয়েছেন ঘাটালের তৃণমূল (TMC) সাংসদ। সম্প্রতি দাসপুরের শ্রীবরা এলাকায় প্রচারে গিয়েছিলেন তিনি। সাংসদের পাশাপাশি টলিউডের নামকরা সুপারস্টার দেব। সকাল থেকেই তাঁকে দেখার জন্য ভিড় করতে শুরু করেন স্থানীয় মানুষজন। শ্রীবরা এলাকাতেই একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে দেব জানান, এবারের ভোটে না দাঁড়ানোর কথা ভাবছিলেন তিনি।

ঘাটালের (Ghatal) সাংসদের কথায়, ‘ভেবেছিলাম এবার ভোটে দাঁড়াব না। কিন্তু দিদির কথায়, দিদির প্রস্তাবে ফের দাঁড়াতে রাজি হলাম’। দেবের কথায় ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, প্রত্যেক বছর ঘাটাল বন্যায় ডুবে যায়। তবে এবার মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে। সেই জন্য ঘাটালবাসীর কথা ভেবে ফের ভোটে দাঁড়াতে রাজি হন অভিনেতা।

আরও পড়ুনঃ ‘বড় পুরস্কার আছে’, ভোট পেতে ‘টোপ’ পার্থর! পাল্টা এল নির্বাচন কমিশনের কাছে অভিযোগের হুঁশিয়ারি

দাসপুরে ভোট প্রচারে এসে ‘সৌজন্যের রাজনীতি’র কথাও শোনা যায় দেবের মুখে। তৃণমূল প্রার্থী বলেন, গত এক দশকে ঘাটালবাসীকে ভালো রাখার যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি। এখন ভোট এসেছে, তাই অনেকে কথা বলবে। রাজনীতির কথাও উঠে আসবে। তবে দেবের কথায়, বিগত দশ বছরে কাউকে খারাপ কথা বলেননি তিনি। রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে অশান্তি-লড়াই হতে পারে, এমন কোনও মন্তব্যও করেননি। ঘাটালের জোড়াফুল প্রার্থী বলেন, ‘আমি সৌজন্যের রাজনীতি করে এসেছি, আগামী দিনেও করব। বিরোধী দলের নেতা যেই হোক না কেন তাঁকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছি। কারণ কাউকে ছোট করে বড় হওয়া যায় না’।

dev tmc candidate lok sabha election 2024

এখানেই না থেমে দেব বলেন, মানুষ জানে কে কাজ করেছে আর কে করেনি। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তৃণমূল সরকার সাধারণ মানুষের পাশে ছিল, আছে, থাকবে বলেও দাবি করেন অভিনেতা। ঘাটালের সাংসদের কথায়, ‘আপনাদের যদি মনে হয় আমাদের সরকার, আমাদের নেতা-কর্মীরা এবং আমি সাংসদ হিসেবে গত ১০ বছরে কাজ করেছি, তাহলে ২৫ মে কাকে ভোট দিতে হবে আপনারা জানেন’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর