দেবের মুখে ‘জয় শ্রী রাম’ শুনে অবাক সবাই! শুভেন্দু যা বললেন…! শোরগোল বঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের প্রাক্কালে বুধবার গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে রাম নবমী। এই দিনে ঘাটালের তৃণমূল (TMC) প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের (Dev) মুখে শোনা গেল ‘জয় শ্রী রাম’ ধ্বনি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এক বিস্ফোরক দাবি করে শোরগোল ফেলে দিয়েছে বঙ্গে।

‘জয় শ্রী রাম’ (Joy Shree Ram) ধ্বনি নিয়ে প্রকাশ্যে বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। কোথাও গিয়ে যেন এই ধ্বনির সঙ্গে বিজেপি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। দলনেত্রী যে ধ্বনি শুনে অসন্তোষ গোপন করতে পারেননি, এবার দেবের মুখে সেই ‘জয় শ্রী রাম’ শোনার পর স্বাভাবিকভাবেই শুরু হয়ে গিয়েছে চর্চা।

আজ রাম নবমীর (Ram Navami) দিন জনসংযোগ করছিলেন বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব। শোনা যাচ্ছে, এক মঞ্চে বক্তব্য রাখার পর ‘জয় শ্রী রাম’ বলে ওঠেন তিনি। আশেপাশেও তখন এই ধ্বনি ওঠে। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে এই খবর, শুরু হয় চর্চা।

আরও পড়ুনঃ পাকা বাড়ি, ফ্রি রেশন থেকে বিনামূল্যে ১০টি গ্যাস সিলিন্ডার! নির্বাচনী ইস্তেহারে বিরাট ঘোষণা তৃণমূলের

যার ধ্বনি দেওয়া নিয়ে এত শোরগোল, সেই দেব অবশ্য পরে বলেছেন, ‘একজন এই স্লোগান ব্যবহার করে মানে পুরোটাই তো তার হয়ে যায় না। ঠাকুর কখনও কারোর একার হতে পারে না। ছোটবেলা থেকে মা-বাবার কাছে এই কথাই শুনেছি। ধর্ম শান্তির বার্তা দেয়। সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলাই হল পরম ধর্ম। আর একজন জনপ্রতিনিধির কর্তব্য হল সকল শ্রেণির মানুষকে একসঙ্গে নিয়ে চলা। আমি ইফতারে গিয়েছি, রাম নবমী তাহলে কি দোষ করেছে?’

deepak adhikari dev joy shree ram slogan

এদিনে দেবের ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার কথা কানে এসেছে বিজেপি বিধায়ক শুভেন্দুর। তিনি এই প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, ‘ভক্তি থেকে নয়, দেব এখন ভয়ে জয় শ্রী রাম বলছেন। আমাদের কাছে ওঁর সব খবর আছে। মোদী সরকার ক্ষমতায় এলে দুর্নীতিবাজদের ছাড়া হবে না, সেটা সবাই বুঝতে পারছেন। সেই কারণে আগে থেকেই রামকে ডাকছেন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর